সিনিয়র বউ৪

0 3
Avatar for Foysal
Written by
4 years ago

গল্পঃ #সিনিয়ার বউ [Love♥Story]

পর্ব - ০৪ (চার)💐💐💐💐💐

অবশেষে তিসার বান্ধবির বাড়ি পৌছে গেলাম। গেটের সামনে দেখি তিসার বান্ধবি দাড়িয়ে আছে।

-- এসে গেছিস তাহলে,, সেই কখন থেকে ওয়েট করছি। (দিশা তিসাকে বলল)

-- এখন বাইরে দাড় করিয়ে রাখবি নাকি। (তিসা)

-- ও সরি,,ভেতরে চল।

দিশা আমাদের ভিতরে নিয়ে গেল। ভিতরে কিছু মেহমান আছে। বিয়ে তাই মেহেমান আসা শুরু হয়ে গেছে। দিশা আমাদের ছাদে নিয়ে গেল। সেখানে কয়েক জন পুরুষ আর মহিলা বসে আছে।

-- মা দেখো কে এসেছে?? (দিশা)

-- কে?? ( ওখান কার একজন মহিলা বললো)

-- তিসা এসেছে।

(মহিলাটি আমাদের দিকে এগিয়ে এল।)

-- আরে তিসা এতদিন পর,, দিশার বিয়ে না হলে মনে হয় আসতি না। আমাদের তো আপন ভাবিস না। তাই আগের মত আমাদের বাড়ি আসিস না ভুলেই গেছিস। (দিশার মা)

-- আন্টি আসলে সময় হয় নি তাই আসা হয় নি। (তিসা)

-- এখন তোকে বেশি প্রয়োজন। তোর বান্ধবির বিয়ে তোকে ছাড়া তো দিশা বিয়ের পিড়িতে বসবে না। আর এটা কে? ( দিশার মা আমাকে দেখিয়ে বলল)

বলার সাথে সাথে তিসা মাথা নিচু করলো সম্ভতো লজ্জায়। আর দিশার মা উত্তরের জন্য অপেক্ষা করছে।

-- মা তুমি জানার পরেও বেচারিকে কেন লজ্জায় ফেলছো। (দিশা)

-- তাহলে এটাই তিসার স্বামী। কিন্তু দেখে তো বাচ্চা মনে হয়। (দিশার মা)

-- মা আমি তাহলে ওদের রুম দেখিয়ে দেই। (দিশা)

-- আচ্ছা নিয়ে যা। (আন্টি)

দিশা আমাদের একটা রুম দেখিয়ে দিয়ে গেল। বলল ফ্রেস হয়ে নিতে। দিশা যেতেই....

-- আমার এখানে আসা ঠিক হয় নি। (আমি)

-- কেন?? (তিসা)

-- দেখলা না সবার সামনে আন্টি আমাকে বাচ্চা বলল।

-- বাচ্চাকে বাচ্চা বলবে না তো কি বলবে??

-- আমি বাচ্চা।

-- না তো কি??

-- দাড়াও দেখাচ্ছি এই বাচ্চা কি করতে পারে।

তিসার কোমরে হাত দিয়ে টান দিয়ে কাছে আনলাম। আমার ঠোট তার গোলাপী ঠোটের সাথে লাগিয়ে দিলাম। 1 মিনিট পর.....

-- ফ্রেস হতে বলেছি প্রেম করতে নয় এটা রাতেও করতে পারবে। (পিছন থেকে কেউ বলল)

তাড়াতাড়ি তিসাকে ছেড়ে দিলাম পিছনে তাকিয়ে দেখি দিশা। হাতে একটা ট্রেতে দুই গ্লাস শরবত নিয়ে এসেছে।

-- প্রেম করতে চাইলে দরজাটা লাগিয়ে দাও এটা বিয়ে বাড়ি। (দিশা)

-- তুই এখানে?? (তিসা)

-- মা পাঠিয়েছে,, বলল তোর বান্ধবি আর তার স্বামীর জন্য শরবত নিয়ে যা। অনেক জারনি করে এসেছে তাই ক্লান্ত। কিন্তু এখানে এসে দেখি রোমান্স চলছে।

তিসা আমার দিকে রাগি ভাবে তাকালো। আমি তাড়াতাড়ি ফ্রেস হতে বার্থরুমে চলে গেলাম। না হলে আমার উপর দিয়ে ঝড় বয়ে যাবে। কিছুক্ষন পরে বাইরে এলাম। বাইরে এসে দেখি তিসা রাগি ভাব এখনো আছে।

-- তোমাকে আমি...(তিসা)

-- আরে আমি জানতাম কি তোমার বান্ধুবি চলে আসবে। (আমি)

-- দরজা লাগাতে পারলে না।

-- মনে ছিল না।

- তুমি এখানে দাড়াও,, আমি ফ্রেস হয়ে আসি। তারপর তোমাকে দেখছি।

তিসা ফ্রেস হতে চলে গেল। আর আমি রুম থেকে সরে পড়লাম। কারন বাঘের শিকার কেউ হতে চায় না। বাইরে এসে কয়েক জনকে দেখলাম। পুরো বাড়িটাই কাউকে চিনি না। তাই ছাদে গেলাম। ছাদে দাড়িয়ে আকাশ দেখছি। বিকাল হয়ে গেছে। ২ ঘন্টা পরে সন্ধ্যা হয়ে যাবে। এখন ছাদে কেউ নেই। একা দাড়িয়ে আছি। তিসা থাকতে ভালো হতো। কিন্তু ও যা রেগে আছে।

-- কি করছেন?? (পিছন থেকে কেউ বলল)

(তাকিয়ে দেখি একটা মেয়ে।)

-- আপনি.. (আমি)

-- আমি মিম,, দিশা আপুর খালাতো বোন।

-- আমি....(কিছু বলতে যাবো তখর তিসা এসে হাজির)

-- তোমাকে আমি রুমে থাকতে বললাম না। (তিসা)

-- আরে তিসা আপু কেমন আছো?? (মিম)

-- ভালো.,, তুমি কেমন আছো?? (তিসা এসে আমার হাত ধরলো)

-- ভালো,, কিন্তু উনি কে?? (মিম আমার কথা বলল)

-- আমার স্বামী,, ( তিসা)

-- তোমার বিয়ে হয়ে গেছে। (মিম)

-- হ্যা,, চলো (আমাকে বলল)

তিসা আমাকে টানতে-টানতে নিচে নিয়ে এল। রুমে এনে দরজা লাগিয়ে দিল। আমার মনে হল আজ আমি শেষ।

-- মেয়েদের সাথে তোমার কি?? (তিসা)

-- ওখানে তো একজনেই ছিল তাহলে দের বলছো কেন?? (আমি)

-- শুন এটা বিয়ে বাড়ি এখানে অনেক মেয়ে আসবে। ভুল করেও কোন মেয়ের সাথে কথা বলবে না।

-- কেন??

-- যা বলছি তাই করবে।

-- যদি মেয়েরা আমার সাথে কথা বলতে চায়।

-- তাহলেও বলবে না।

-- আচ্ছা তাহলে দরজা খুলো।

-- মনে থাকে যেন।

-- হুম...থাকবে।

রাত হয়ে গেল। আমরা ঘুমাতে রুমে এলাম। কারন সকালে অনেক কাজ আছে। তিসার বেস্ট ফ্রেন্ড এর বিয়ে তিসাকে ব্যস্ত থাকতে হবে। রুমে আসার পর.....!!

-- তিসা বলছিলাম কি,,? ( আমি)

-- কি?? ( তিসা)

-- মানে ওই সময় ওটা পূরণ করা হয়নি। মাত্র 1 মিনিট হয়েছিলো।

-- কি??

-- মনে নেই তোমার??

-- দাড়াও দেখাছি তোমায়।

কাজটা সম্পূর্ণ করলাম। আর বাকি টা ইতিহাস বুঝতেই পারছেন।

সকালেঃ

-- এই উঠো,, এটা কিন্তু বাড়ি নয় যে পড়ে পড়ে ঘুমাবে। (তিসা)

-- তাহলে কি করবো??

-- উঠে ফ্রেস হয়ে নাও।

আমি ফ্রেস হয়ে এসে দেখি তিসা রুমে নেই। পড়ে গেলাম বিপদে। কারন বাড়িতে আমি কাউকে চিনিনা। তাই তিসাকে খুজতে লাগলাম। তখন হঠাৎ......

.

.

To be continue [চলবে]

প্রিয় পাঠক গণ এই পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন।

..........✴✴ধন্যবাদ✴✴.......

#পরবর্তী_পর্বের_জন্য_অপেক্ষা_করুন

1
$ 0.00
Avatar for Foysal
Written by
4 years ago

Comments