0
8
নারী
মেয়ে তুমি নারী হয়েছো বলেই,
তুমি হাসতে গিয়েও থমকে গেছো তোমার অট্রহাসি দেখে সমাজ কি বলবে ভেবে।
মেয়ে তুমি নারী হয়েছো বলেই,
আকাশ পানে তাকিয়েও চোখ নামিয়ে নিয়েছো চোখ তুলেছো বলে সমাজ কি বলবে ভেবে।
মেয়ে তুমি সত্যিই নারী হয়েছো বলেই,
স্বাধীনচেতা হয়েও ঘরে ফিরে গেছো সমাজের লোভ লালসার স্বীকারের ভয়ে ।
আজ মেয়ে তুমি নারী হয়েছো বলেই,
জরায়ু ছেড়ার চিৎকার দিতে গিয়েও তুমি থমকে গেছো সমাজের লোক লজ্জার ভয়ে।
মেয়ে তুমি নারী হয়েছো বলেই,
নিজের শখ টাও পুরণ করতে ভুলে গেছো পরিবারের কথা ভেবে।
হ্যাঁ তুমিই মেয়ে থাকতেও কালো বলে হাজারো অভিযোগ শুনেছো।
আর তুমিই ফর্সা বলে চরিত্রে আঙ্গুল তুলতে দেখেছো ।
হ্যাঁ তুমিই সেই মেয়ে যে নারী হয়ে তার কান্না গুলো কে ন্যাকামো বলতে শুনেছো ।
এর পরেও তুমি সেই মেয়ে যে নারী হয়ে সব সহ্য করেছো ।