Friends

0 9

বন্ধুত্ব

ছোট্টকালে ছিলাম শিশু ছাড়তামনা মায়ের পিছু,

বোবা প্রাণী ছিলাম তখন বুঝতামনা কিছু। বড় হয়ে ভাঙ্গল আমার একাকী জীবন, ভরফুর হল খুজে পেয়ে বন্ধু তোর মন।

বন্ধু সেতো জীবনপথে কখনো ভূলেনা, স্বার্থের টানে প্রিয়তমারা করে ছলনা। বন্ধু সেতো জলকণার ন্যায় অবিরাম বয়ে চলা,

বন্ধুরাতো ক্ষুধা নিয়ে কথা বলে বলে পথ চলা।

দুঃখ পেয়ে যখন হারায় নিজ বিশ্বাস,

বন্ধুর সান্নিধ্যে এসে ফেলি স্বস্তির নিঃশাস। প্রিয়তমারা হয়তো একদিন করবে দুরত্ব,

এ জীবনে গুছবেনা কবু আমাদের বন্ধুত্ব।

1
$ 0.00

Comments