Boconkar

1 6

প্রদত্ত বচনাকারে উপাদান বচন হিসেবে একটি গ্রাহক প্রতীক থাকায় সত্যসারণীর

অর সূত্রানুসারে উপর্যুক্ত সারণীতে সারি হয়েছে (২ = ২x ১) ২টি, এবং একটি

বচন ও চারটি সংযােজক থাকায় সত্যসারণীর গঠন অনুসারে স্তম্ভ হয়েছে পাঁচটি।

উপদান বচনটিতে নিবেশিত সম্ভাব্য সত্যমানের ভিত্তিতে বচনাকারটির মান নির্ণয়

করইে। এবং উল্লিখিত যােজকগুলাের সূত্রানুসারে সারি দুটিতে প্রথম চারটি শুম্ভের

স ব বয়ে শেষ, অর্থাৎ চড়ান্ত সুতন্ভের মান নির্ধারিত হয়েছে। এক্ষেত্রে চূড়ান্ত ওদ্ভের দুটি

সারির মানই মিথ্যা বা F হওয়ায় বচনাকারটির মান স্বতঃমিথ্যা হয়েছে।

ব প্রদত্ত বচনাকারটি একটি স্বতঃমিথ্যা বচনাকার।

প্রতীকী যুক্তিবিদ্যা-৯

1
$ 0.00

Comments

খুব সুন্দর এবং জ্ঞানী কথাবার্তা লিখেছেন। অনেকদিন পর যুক্তিবিদ্যার কিছু পরা দেখলাম

$ 0.00
4 years ago