Bocon5

0 16

উল্লেখ্য যে, এ প্রত্রিয়াটি বিপরীতক্রমেও প্রয়ােগ করা যায়। অর্থাৎ, প্রথম উপাদন

বচনে একটি করে ।, F দিয়ে শেষ উপাদান বচনটিতে সারিসমূহের প্রথম অর্ধেক T এবং

প্রতীকী যুক্তিবিদ্যা

সকানাে হয়েছে। যাদিও এরূপ সাজানাের ক্ষেত্রে কোনােরকম বাধ্যবাধকতা নেই।

তবে এভাবে সাজানােই সুবিধাজনক এবং সরল উপাদান বচনগুলাে থেকে উৎপন্ন যৌগির

বচনগুলােকেও এভাবেই পর্যায়ক্রমিক ধারায় বসানাে উচিত। কারণ এত জটিলতার সম্ভাবন

শেষ অর্ধেক F দেওয়া যেতে পারে। তবে এরূপ ক্ষেত্রে সত্যসারণীর সার্বিক কাঠামাে কিছট

উপযক্ত ছকগুলােতে দেখা গেছে যে, বচনবর্ণলােকে p, q, r, s -এ পর্যায় ক্রমির

হলেও ভিন্ন হবে

মাধামিক স্তচ্ে অপ্রধান সংযােগীগুলােকে সাজানাের ক্ষেত্রে প্রথমে একটি উপাদান।

বচনের সাথে যুক্ত সংযােগীকে বসাতে হবে। প্রতীকী যুক্তিবিদ্যায় এরূপ সংযােগী বা যােজক

আছে কেবল একটি, সেটি হলাে ~। এরপর বসাতে হবে দুটি উপাদান বচনের সংযােগী।

ভাবে বীরে বীরে জটিল সংযােগীকে সাজাতে হবে। একটি উদাহরণ দিয়ে বিষয়টি বাং

ধারায়

কম থাকে

করা যেতে পারে-

[(-p g) v p] Ɔ q

মাধ্যমিক স্তদ্তে এ বচনাকারটির অপ্রধান সংযােগীগুলােকে সাজিয়ে দেখানাে হলাে-

-P-p 9 (-p - q) v p

লক্ষণীয় যে, সর্বাবস্থায় প্রাথমিক স্তচ্ভে T, F বসবে বচনবর্ণের নিচে এবং মাধ্যমিক ও

চুড়ান্ত স্তম্ভে T, F বসাতে হবে মূল সংযােজকের নিচে।

1
$ 0.00

Comments