Bocon

0 5

| মানের সমন্বয়ে শেষ, অর্থাৎ চূড়া্ত গুম্ভের সারি

দুটির মান নির্ধারিত হয়েছে।। এক্ষেত্রে চূড়ন্তি

শু্তের দুটি সারির মানই মিথ্যা (F) হওয়ায় প্রদত্ত

বচনাকারটি স্বতঃমিথ্যা হিসেবে নির্ণীত।

হয়েছে। এককথায় আলােচ্য বচনাকারটির প্রতিটি

প্রতিস্থাপক দৃষ্টান্তই মিথ্যা। প্রতীকী।

| প্রদত্ত বচনাকারে উপাদান বচন হিসেবে একটি

গ্রাহক প্রতীক থাকায় সত্যসারণীর 2"-এর

সূত্রানুসারে উপ্যুক্ত সারণীতে সারি হয়েছে (২ = ২

x১) ২টি, এবং একটি উপাদান বচন।

হয়েছে। এবং উল্লেখিত অপেক্ষকন্বয়ের (~ p, p

যুক্তিবিদ্যায় বচনের এ জাতীয় আকারকেই বলা হয়

স্বতঃমিথ্যা বচনাকার।

অনির্দিষ্টমান বচনাকার

Contingent statement-form

প্রতীকী যুক্তিবিদ্যা

যে বচনাকারের অন্তর্গত প্রতিস্থাপক দৃষ্টান্তের কিছু

সত্য এবং কিছু মিথ্যা হয়, অর্থাৎ যেখানে

প্রতিস্থাপক দৃষ্টান্তসমূহে সত্য-মিথ্যার মিশ্রণ থাকে,

সেই বচনাকারকে অনির্দিষ্টমান বা

অনিয়ত বচনাকার বলে। এ জাতীয় বচনাকার সত্যও হতে পারে, আবার মিথ্যাও হতে

পারে। এরূপ বচনের আকার দেখে এর সত্যতা বা

মিথ্যাতু বােঝা যায় না। কারণ এরপ

বচনের সত্যতা বা মিথ্যাত্ব এর প্রকৃতির মধ্যে

নিহিত থাকে না। অর্থাৎ এরূপ বচনের সত্যতা

বা মিথ্যাত্ব নির্ধারণের জন্য প্রায়ােগিক অভিজ্ঞতার

প্রয়ােজন পড়ে। কেননা এ বরশের

1
$ 0.00

Comments