হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো?আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো,
আমি ততোটা ভালো লিখতে পারি না, তারপরেও লিখতে চেষ্টা করি।
আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো কালো জিরার উপকারিতা। মানব দেহের জন্য কালো জিরা খুবই গুরুত্বপূর্ণ।
*খাবারের অরুচি,শরীর ব্যাথা,মাথা ব্যাথা, গলা ব্যাথা,চুল পড়া,সর্দি,দাঁতের ব্যাথা,কাশি এবং হাঁপনী নিরাময়ে কালো জিরা খুবই গুরুত্ব পূর্ণ।
*চুল পড়া,মাথা ঝিম ঝিম করে,মুখশ্রী সৌন্দর্য রক্ষা এবং অবসন্নতা,দূর্বলতা,মস্তিষ্কের শক্তি ও স্বরনশক্তির জন্য কালো জিরা খুবই গুরুত্বপূর্ণ।
*প্রতিদিন চায়ের সাথে কালো জিরা মিশিয়ে পান করলে হ্রিদ রোগ প্রতিরোধ হয়ে এবং শরীরের মেদও কমে।
*নিয়মিত মধুর সাথে কালো জিরা মিশিয়ে পান করলে স্বাস্থ্য যেমন ভালো থাকে এবং শরীরের সকল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
*কালো জিরা কৃমি দূর করার জন্য কাজ করে এবং কাটা চেড়া শুকানোর জন্য কাজ করে।
সুতরাং মানব দেহে কালো জিরা খুবই গুরুত্বপূর্ণ
আজ আর নয়,আশা করি সকলেই ভালো থাকবেন
নিরাপদে সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
কালিজিরার অনেক গুলো গুন রয়েছে।বিষেশ করে নিয়মিত কালিজিরা ছানা খেলে শরীরের ব্যথ্যার উপকারিতা দেয় খুব