হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো?
আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছো।আমি আসলে ততোটা ভালো লিখতে পারি না,তার পরেও লিখতে চেষ্টা করি,ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো বাদামের উপকারিতা,
পুষ্টিগুন ও শারীরিক উপকারিতার দিক থেকে দেখতে গেলে বাদামের কোনো তুলনা হয় না।এতে রয়েছেপ প্রচুর পরিমাণ প্রোটিন,ক্যালসিয়াম, ভিটামিন-ই,ফাইবার,ভিটামিন-সি, এন্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম ইত্যাদি।
গবেষণায় দেখা গেলো যে, কোন ব্যক্তি যদি নিয়মিত এক বাটি বাদাম খায় তাহলে তার শরীরের এমন পরিবর্তন ঘটবে এবং শরীরকে চাঙা রাখবে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে।
শুধু তাই নয় নিয়মিত বাদাম খেলে হাড়ের উন্নতি বৃদ্ধি পাবে।এবং ব্রেন পাওয়ার বৃদ্ধি পাবে,ক্যানসারের মতো রোগ দূর করে,পুষ্টির ঘাটতি পূরণ হয়।
সুতরাং শরীরকে সুস্থ ও চাঙা রাখতে আমাদের সকলের উচিত নিয়মিত বাদাম খাওয়া
ধন্যবাদ বন্ধুরা
সকলে সুস্থ ও সুন্দর থাকবেন
নিরাপদে বাড়িতে অবস্থান করু।
Great Subscribed & liked you Check my new article & sub me