Mother

2 19
Avatar for Fatemabegum71
3 years ago

নারি একজন মা,, যে তার সন্তানের জন্যে সব কিছু করতে পারে,,তার সুখের জন্যে নিজের জীবন ওও দিতে পারে,,নারি একজন স্তী যে তার সকল ইচ্ছা সকল স্বপ্ন শেষ করতে পারে তার স্বামির জন্যে তাই আমরা সবাকে এই নারিকে সম্মান করতে শিখি কখনো কষ্ট দিবো না প্রতিঙ্গা করছি আজ,,,সকল নারি জাতির প্রতি আমাদের ভালোবাসা রইলো

নারীর ক্ষমতায়ন রেকর্ডে বাংলাদেশ

সরকার প্রশাসন নেতৃত্বসহ সব খাতে ১১ বছরের অগ্রগতিতে বহির্বিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা।নারীর ক্ষমতায়ন মহান আল্লাহ জানে এই কারণে আল্লাহর পথে চলতে হবে আল্লাহর আদেশ মেনে চলতে হবে নবীজির সুন্নত মেনে চলতে হবে.!|আজ আবার ও প্রমান করে দিলো,,

নিজের শরিরের সৌন্দর্যের চেয়ে মা হওয়ার আনন্দটা যেনো পৃথিবির সব সুখ কে হার মানায়,,

আর এটাই তার কাছে সব থেকে বড় পাওয়া,,

মা হওয়া চারটে খানেক কথা নয়,, সে নায়িকা হতে পারে, কিন্তু সে একজন নারী,,

সে হয়তো তার সৌন্দর্য আগের মতো গরে নিতে পারবে,,

কিন্তু নায়িকা বলে অন্যদের মতো পানি কিংবা স্ট্রেচ মার্ক হয়নি তেমন টা নয়,,

আর তাই আজ আমি সবার উদ্দেশ্য বলবো,,

নারি দের মধ্যে সব সময় সৌন্দর্য খুজোনা,, কারণ সেটা বার বার নষ্ট হয়,,

প্রত্যেকটা নারী একদিন মা হবে,, আর মা কখনো অসুন্দর হয়না,,

নিজের চোখ কে সুন্দর করো,, দেখবে প্রতিটা নারী সুন্দর ও অপরূপা,,ক্ষমতায়নের কোন সমস্যায় নারীরা পা বাড়াচ্ছে জঙ্গিবাদের মতো কর্মকাণ্ডে?

মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়’.. নারী তার সাহসিকতা দিয়ে জয় করছে সব বাধা।দূর্গম এভারেস্ট থেকে শুরু করে অতল সমুদ্র সর্বত্র নারীর জয়জয়কার। কিন্তু অাসলেই কি নারীর ক্ষমতায়ন হয়েছে? হয়েছে সমতায়ন? কেন নারীরা আজ পা বাড়াচ্ছে জঙ্গিবাদের মতো কর্মকাণ্ডে?

প্রশ্নগুলো নিয়ে সম্প্রতি ‘অনন্যা শীর্ষ দশ  সম্মাননা’ জয়ী কয়েকজন নারীর সঙ্গে কথা বলেছে চ্যানেল আই অনলাইন।

বিশেষজ্ঞরা মনে করছেন, নারীর মেধা ও শ্রমের মর্যাদাই নারীর ক্ষমতায়ন ও সমতায়নের হাতিয়ার।নারীর কাজের সমর্থন তাদের অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে। আবার অর্থনৈতিক স্বাধীনতার অভাবই নারীকে জঙ্গিবাদের পথে নিয়ে যাচ্ছে বলেও মনে করছেন তারা।

নারীর ক্ষমতায়নে শিক্ষা জরুরি, শিক্ষিত নারীরাই হয়ে ওঠে আত্মবিশ্বাসী। সেক্ষেত্রে নারীরা নিজেদের নারী মনে না করে মানুষ ভাবাটা অনেক বেশি জরুরি বলে মনে করেন নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও সমতায়নে পুরুষের ইতিবাচক আচরণ প্রয়োজন। নারীর ক্ষমতায়নে ন

3
$ 0.00
Avatar for Fatemabegum71
3 years ago

Comments

I didnt understand this language but title is mother so i can understand about this article really mother is very precious thing in our life we should give respect and love to our mothers

$ 0.00
3 years ago