0
11
আজকাল ব্ল্যাকহেডস প্রায় সবার জন্য এক্টা বিব্রতকর সমস্য। এই সমস্যা হইতে পরিত্রান পাওয়ার উপায় প্রায় সবাই কজুহতেই থেকেন।আমি একটা ঘরোয়া উপায় বলে দিচ্চি চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন।
ব্ল্যাকহেডস দূর করতে:
২ চা চামচ দই এবং ২ চা চামচ কমলার খোসার গুঁড়া একটি ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে পেস্ট করে নিন। যেসব স্থানে ব্ল্যাকহেডস হয়েছে সেখানে লাগিয়ে হালকা ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর হালকা ম্যাসাজ করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে ব্যবহার করলে ৩ থেকে ৪ দিনের মধ্যে সমস্যা কমে যাবে।