2
26
এই গাঁয়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল,
কালো মুখেই কালো ভ্রমর,কিসের রঙিন ফুল !
কাঁচা ধানের পাতার মত কচি-মুখের মায়া,
তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া ।
জালি লাউয়ের ডগার মত বাহু দুখান সরু,
গা খানি তার শাঙন মাসের যেমন তমাল তরু।
আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে মানী,
খেলার দলে তারে নিয়েই সবার টানাটানি।
জারীর গানে তাহার গলা উঠে সবার আগে,
'শাল-সুন্দী-বেত "যেন ও, সকল কাজেই লাগে।
বুড়োরা কয় ছেলে নয় ও পাগাল লোহা যেন,
"রুপাই" যেমন বাপের বেটা কেউ দেখেছ হেন?
যদিও রুপা নয়কো রুপাই,রুপার চেয়ে দামী,
এক কালেতে ওরই নামে সব গাঁ হবে নামী...
#রুপাই
Nice article.... Plz like my article