হিজাব

7 28
Avatar for Fariyajannath
4 years ago

নারিদের হিজাব খুবি গুরুত্বপূর্। বিশেষ করে যখন বাহিরে বের‍্যতে হয় তখন একজন মুসলমান মেয়ের হিজাব ছাড়া তো বেরুনোর কোন কথা ই নাই। হিজাব খুব ই আবশ্যক এক্টা বিশেষ বিশয়।

কিছু দরকারি টিপস :

১. হিজাব পরার আগে অবশ্যই চুল বেঁধে নেবেন। চাইলে একটু টাইট খোঁপা করে নিতে পারেন এতে বাতাস চলাচলের সুযোগ পাবে।

২.যারা নতুন হিজাব করা শুরু করেছেন, প্রথমেই পরিপাটি করে হিজাব পরতে না পারলে চেষ্টা করুন। বাড়িতে বিভিন্নভাবে অনুশীলন করুন। দেখবেন আপনি নিজেই নতুন সব স্টাইল করতে পারছেন।

৩. বাইরে যাওয়ার সময় ঝটপট হিজাব পরতে হাতের কাছে বিভিন্ন সাইজের সেফটিপিন, হিজাব পিন রাখুন।

৪.যারা নতুন পরা শুরু করেছেন, হয়তো বা প্রথম প্রথম বেশ গরম লাগতে পারে। এতে অধৈর্য হবেন না।সময়ের সঙ্গে গরম ভাব চলে যা।

দিনের শুরুতে হিজাব পরলে হালকা করে মাথার ওপর পেঁচিয়ে হিজাব পরুন। এতে আপনার ক্যাজুয়াল লুক ফুটে উঠবে। এর সঙ্গে পরতে পারেন ফুলহাতার টপস কিংবা সেলোয়ার কামিজ।

সন্ধ্যাকালীন অনুষ্ঠান বা পার্টিতে একটু ঝলমলে ভাব থাকা চাই। এই সময় হিজাব পরলে একটু ঝলমলে রং আর ডিজাইন বেছে নিতে পারেন। সেসঙ্গে জড়িয়ে নিতে পারেন মেটালের চেইন বা পার্লের মালা।

Sponsors of Fariyajannath
empty
empty
empty

6
$ 0.00
Sponsors of Fariyajannath
empty
empty
empty
Avatar for Fariyajannath
4 years ago

Comments

ছেলের নারীদের সবচেয়ে মূল্যবান জিনিসটি হচ্ছে পর্দা পর্দা নারীদের গুরুত্বপূর্ণ ফাস্ট কাজ

$ 0.00
4 years ago

Good

$ 0.00
4 years ago

Nice post

$ 0.00
4 years ago

Ekdom sotik kota

$ 0.00
4 years ago

নাইচ পোস্ট

$ 0.00
4 years ago

100%true

$ 0.00
4 years ago