The Aliens

0 15
Avatar for Fariya
Written by
3 years ago

এলিয়েন কি শুধু গ্রহেই থাকতে পারে, উপগ্রহগুলোতেও তো থাকতে পারে! __এরকম প্রশ্ন আমাদের সবার মনেই জেগেছে হয়তো। আমরা যেহেতু গ্রহে থাকি, তাহলে প্রথমে অন্যান্য গ্রহের প্রাণ আছে কি নেই তা নিয়ে ভাবা যাক। প্রাণ থাকতেও পারে আবার নাও থাকতে পারে, দুটোই আমাদের জন্য সমান ভয়ংকর হলেও এলিয়েন নিয়ে আমাদের জানার আগ্রহের শেষ নেই!

আপনারা কি কখনো ভেবে দেখেছেন? পৃথিবীতে উন্নত প্রাণীদের(মানুষ) পৃথিবীর উপরিতলের মতোই গঠন, হ্যাঁ.. বলছি পানির কথা। পৃথিবীর অধিকাংশই পানি(জলভাগ বেশি) এবং মানুষের শরীরে ৬০% ই পানি৷ সেক্ষেত্রে প্রত্যেক গ্রহের প্রত্যেক এলিয়েনদেরও যদি তাদের নিজেদের উপগ্রহের উপরিতলের অধিকাংশ উপাদানই এলিয়েনদেহের অধিকাংশ উপাদান হয়? আসলেই ভাবার বিষয়, তাই না?

2
$ 0.00

Comments