ইউএনও ওয়াহিদার ওপর হামলা; রবিউলের দায় স্বীকার

1 11
Avatar for Faria11
3 years ago

ঘোড়াঘাট উপজেলা ইউএনও ওয়াহিদা খানম এর উপর হামলার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে সাময়িক বরখাস্তে থাকা মালি রবিউল ইসলাম। 

২য় দফার ৩দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে এই স্বীকারোক্তিমুলক জবানবন্দীতে দায় স্বীকারের কথা বলেছে রবিউল। পুলিশের তদন্তে রবিউল পরিকল্পনা অনুযায়ী একাই এই হামলা চালিয়েছে বলে জানায় ডিবি পুলিশ। জবানবন্দী শেষে রবিউলকে ডিবি’র সহায়তায় কারাগারে নিয়ে যাওয়া হয়। তাকে দুই দফায় ৯দিনের রিমান্ড নেয়া হয়।এই মামলার আসামী রবিউল ইসলামকে দ্বিতীয় দফায় ৩ দিনের রিমান্ড শেষে রবিবার সকাল ১০টায় কড়া পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নিয়ে আসা হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইসমাইল হোসেনের এর আদালতে কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান এর জন্য ডিবি পুলিশের ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইমাম জাফর আবেদন জানান। 

5
$ 0.00

Comments

Joss

$ 0.00
3 years ago