আমার কলম কালিতে পরিপূর্ণ, তবুও যেন কিছু লিখতে পারিনা। কিভাবে লিখব? কি লিখব? আমাদের সভ্য সমাজ আজ রাজনীতির করাল গ্রাসে ক্ষতবিক্ষত এই কথাটি লিখব? একটি জাতির উন্নতির পেছনে কাজ করে শিক্ষা। কিন্তু হরতাল আর ধর্মঘটের রাজনীতির ছোবলে সেই শিক্ষাইতো বাধাগ্রস্ত হচ্ছে, তবে আমাদের উন্নতি কিভাবে হবে? সবাই ক্ষমতা পাওয়ার চেষ্টায় ব্যস্ত। ক্ষমতায় যাওয়ার পূর্বে অনেক প্রতিশ্রুতি দেয়,কিন্তু ক্ষমতা পাওয়ার পরে কেউই তাদের প্রতিশ্রুতি রাখেনা। এই মুহূর্তে মনে পড়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী গল্পের একটি লাইন---
"মানুষ পণ করে পণ ভাঙ্গিয়া ফেলিয়া হাঁফ ছাড়িয়া বাঁচিবার জন্য।"
এই যদি হয় দেশের রাজনীতির পরিস্থিতি তাহলে আমাদের বা আগামী প্রজন্মের ভবিষ্যৎ কী? এখন আমাদের মতই জীবন অতিবাহিত করবে? আজ আমাদের কলমের কালি থেমে গেছে। আজ আমরা নির্বাক। যে শক্তি নিয়ে মানুষ আজ গর্ব করে সেই শক্তি তো মৃত্যুর পর কোন কাজে আসবে না। কালের ছোবলে সে হারিয়ে যাবে। তার রুক্ষ কন্ঠস্বর তখন সাইবেরিয়ার আবহাওয়ার মত শীতল শোনাবে।
পাঠ্যবইয়ের কোন এক জায়গায় পড়েছিলাম" নাথিং বিসাইড রিমেইনচ"এই কথাটা সবাই জানে। সবাই বোঝে কিন্তু সবাই মানে না। এমন তো হওয়ার কথা ছিল না। আমরা আমাদের ভবিষ্যৎ কে আলোকোজ্জ্বল করতে চেয়েছিলাম, এখনো চাই। আমরা কলি থেকে ঝরে পড়তে চাই না।
কিন্তু এমন আদর্শ তো কোথাও খুঁজে পায়না। আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাই হাজারো অনুকরণীয় আদর্শ, রেখে যাব সুখী,সুন্দর বাসযোগ্য পৃথিবী।
সুন্দর লিখেছেন।স্যতিই খুব প্রশংসনীয়।আপনি যে ভালো লিখতে পারেন এটাই তার প্রমান।আমি নতুন আপনার সাহায্য প্রয়োজন।