0
6
কর্ণফুলী ,কর্ণফুলী ,কর্ণফুলী মেয়ে
তুমি কেবল এঁকেবেঁকে চলছো ধেয়ে ধেয়ে,
তোমার বুকে ঢেউ খেলে যায় নৌকা চালায় মাঝি,
আমি যদি নাইতে নামি, তুমি কি ভাই রাজি?
কর্ণফুলী চলছো তুমি ক্লান্তিবিহীন চলা
তোমার বুঝি নেইকো সাথী চলছো তাই একেলা?
বললে পরে আমি তোমার সাথী হতে পারি
তুমি আমি দুজনে মিলে ছুটবো তাড়াতাড়ি।
কর্ণফুলী বলছি তোমায় খেলার সাথী হবে?
মায়ের হাতের মুড়ি-মুড়কি খেতে দেবো তবে।
টুকটুকে লাল গাভীর দুধে হাঁড়ি ভরা দই,
সূর্যমুখী কলা দেবো বিন্নি ধানের খই।
কর্ণফুলী রাজি তুমি বলনা কথা হাসি,
আমি যে ভাই সবচেয়ে বেশি তোমায় ভালোবাসি।
বন্ধুরা তোমাদের জন্য নতুন এই কবিতাটি লিখলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ,কমেন্ট ,সাবস্ক্রাইব করবে।
ঘরে থাক সুস্থ থাক।
ঘরের বাইরে গেলে অবশ্যই 😷পড়বে।