হাই বন্ধুরা! তোমরা কেমন আছো আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ আমি নতুন একটি কবিতা নিয়ে এসেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে।
এক স্বপ্নীল পৃথিবী
আমার সমস্ত স্বপ্নকে ঘিরে যার পরিধি
অপরূপ সে স্বপ্নের রাজ্যে
সে রাজ্যে......
মৃত্যু হাওয়ার তালে তালে কাশ্মীরের দুরন্ত দস্যিপনা
যার নরম পালক ভালবাসার পরশ বুলায়
মানুষের স্বচ্ছ হৃদয়ে
কোথাও বা ঘন সবুজের মাঝে
সাদা রঙ্গের আঁকিবুকি কাটা কবুতর
মন পাগল করা প্রকৃতি
আর এই স্বপ্নরাজ্যের মানুষগুলোর
হৃদয় চাঁদের মতো পরিষ্কার
জোছনার মত সুন্দর
সূর্যের মতো উজ্জ্বল
আর বুকে তাদের বজ্রের সাহস
সে সাহস সমুদ্রের মতো বিশাল
পর্বতের মত অনড়
স্বাভাবিক মানব হৃদয়ের প্রশ্ন
স্বপ্নীল এ পৃথিবী এত সুন্দর কেন?
স্বচ্ছ মানব হৃদয়ের অধিকারী এরা কিভাবে হল?
এই রহস্যটাইবা কি?
এর আসল রহস্য, বিশ্বাস, ভালোবাসা।
এই বিশ্বাস ,এই ভালোবাসা
আল্লাহরই জন্য।
রাসুলেরই জন্য।
আল্লাহর প্রিয় বান্দাদের জন্য
এই স্বপ্নের বাস্তব রূপ
অতীতে খোলাফায়ে রাশেদার যুগে ছিল
আজ তা আমার জন্য স্বপ্ন
তবে.......
স্বপ্নের এই পৃথিবীকে সত্যি করার
দৃঢ় প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ আমি
এই স্বপ্ন গড়বই
স্বপ্নের জগতটাই সুন্দর। এ জগতের সাথে বাস্তবতার বড় অমিল।