আধুনিক সভ্যতার শ্রেষ্ঠ বাহন সংবাদপত্র। নানা রকম সংবাদ কাগজের পাতা য় বহন করে বলে একে সংবাদপত্র বলা হয়। আজকের সভ্য সমাজে সংবাদপত্র বিহীন জীবনের কথা কেউ চিন্তা করতে পারেনা। চীনে সবার প্রথম সংবাদপত্রের প্রচলন হয় বলে ধারণা করা হয়।
সময়ের বহমান সোনারায় বিশ্বের প্রতিটি দেশ থেকেই আজ প্রকাশিত হয় অনেক সংবাদপত্র। বর্তমান বিশ্বে সংবাদপত্র এর অভূতপূর্ব উন্নতি সাধন হয়েছে। বাংলাদেশ এ দৈনিক, সাপ্তাহিক, মাসিক ত্রৈমাসিক প্রভৃতি পত্রিকা রয়েছে।
সংবাদপত্র এর মাধ্যমে আমরা পৃথিবীর অনেক বিচিত্র ঘটনা ঘরে বসে জানতে পারি। সংবাদপত্র জনগণের মাঝে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।জাতীকে সঠিক দিকনির্দেশনা প্রদান করার মাধ্যমে উন্নয়নের পথে রচনা করে সংবাদপত্র।
Newspapers are the news of all our places. Through this we can know everything that has happened anywhere in the world.