সবজির কাটলেট

8 20

গোলমরিচ গুঁড়া-১/২চা, চামচ

শুকনো মরিচ গুঁড়া-১/২চা, চামচ

ভাজা জিরার গুঁড়া-১চা, চামচ

দারচিনি গুঁড়া-১/২চা, চামচ

সিরকা-১টে, চামচ

আদা বাটা-১/২ চা, চামচ

লবণ-১/২ চা, চামচ

চিনি-১ চা, চামচ

পেঁয়াজ কুচি-৪টে, চামচ

কাঁচা মরিচ-৪টি

তেজপাতা-১টি

ডিম ফেটিয়ে-১টি

বিস্কুট এর গুড়া-১কাপ

তেল ভাজার জন্য

শীতের সবজি-ফুলকপি, গাজর, মটরশুটি, আলু, পালংশাক।

বর্ষার সবজি-পেপে, মিষ্টি কুমড়া, বরবটি, আলু, কাঁচকলা।

প্রথম স্টেপ-পেয়াজ, কাঁচামরিচ, তেজপাতা তেলে ভেজে বেটে নিতে হবে। শীতের সবজি বা বর্ষার সবজি ৪-৫ রকমের সবজি মিলিয়ে এক কেজির মতো নিতে হবে।

দ্বিতীয় স্টেপ-সবজি অল্প পানিতে সিদ্ধ করে নিতে হবে। পানি শুকিয়ে এলে সবজি চটকে নিতে হবে। ডিম ও বিস্কুট এর গুড়া বাদে ১টে, চামচ লবণ ও সব উপকরণ সবজির সাথে মিশিয়ে নিতে হবে। সবজিগুলো কাটলেট আকারে তৈরি করে নিতে হবে।

তৃতীয় স্টেপ-কাটলেট ডিম এ ডুবিয়ে টোষ্টের গুঁড়ায় গড়িয়ে নিতে হবে। এবার কাটলেট গুলো বাদামী করে ভেজে নিতে হবে।

চতুর্থ স্টেপ- গরম কাটলেট সস, চাটনি বা মেয়নেজ দিয়ে পরিবেশন করা যায়। সবজির কাটলেট বিকালে টি পার্টি তে পরিবেশন করা যায়।

5
$ 0.11
$ 0.11 from @TheRandomRewarder
Sponsors of Farhana-liza
empty
empty
empty

Comments

সবজি কাটলেট একটি অসাধারণ রেসিপি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে গুছিয়ে সহজভাবে রেসিপিটা লেখার জন্য।

$ 0.00
3 years ago

সবজি কাটলেট আমার অনেক পছন্দের।খুব সহজে আর গুছিয়ে লেখার জন্য ধন্যবাদ।

$ 0.00
3 years ago

সবজি দিয়ে অনেক রকমের খাবার তৈরি করা যাই। সবজি দিয়ে কাটলেট মজাদার একটি খাবার তবে এখনো এই রেসিপি খাওয়া হই নাই।

$ 0.00
3 years ago

অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা খাবার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। সবজি কাটলেট আমার অনেক ভালো লাগে।

$ 0.00
3 years ago

কাটলেট আমার খুব ভালো লাগে তবে সবজি কাটলেট আমার এখনো খাওয়া হই নাই। তবে আপনার রেসিপি অনুযায়ী বানাতে হবে

$ 0.00
3 years ago

ধন্যবাদ আপনাকে আমার রেসিপি কষ্ট করে পড়ার জন্য।

$ 0.00
3 years ago