0
14
আমরা না পারি কইতে, না পারি সইতে
আমাদের সুখ বন্ধ,
সব দেখেও আমরা অন্ধ।
আমাদের ক্লান্ত চিত্ত, আমরা মধ্যবিত্ত।
আমরা সব করতেও পারি না,
আবার সব ছাড়তেও পারি না
আমাদের মনে সর্বদা দোটানা,
আমাদের দ্বিধাময় চিত্ত, আমরা মধ্যবিত্ত।
আমরা সবার সাথে তাল মিলাই
হোক না সে গরীব কিংবা ধনী,
তালে তালে চলতে গিয়ে নিজেদের তাল হারাই,
আমাদের নিরাকার চিত্ত, আমরা মধ্যবিত্ত।
যাই করি না কেন আমাদের সম্মান রেখে চলতে হয়
সম্মানই আমাদের সব,
তাই সেটা হারানোর ভয় হয়,
আমাদের ভীত চিত্ত আমরা মধ্যবিত্ত।