ক্রিকেট
খেলাধুলা কম বেশি সবাই পছন্দ করে।এটি মানুষের মনে নিষ্পাপ আনন্দের উৎসারন ঘটায়। আমাদের দেশে অনেক রকম খেলা প্রচলিত আছে।তার মধ্যে ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। ক্রিকেট এর জন্ম স্থান ইংল্যান্ড। ক্রিকেট খেলা আন্তর্জাতিক ভাবে জনপ্রিয়তা পায় ঊনবিংশ শতাব্দীতে। টেস্ট ছাড়া আজকের দিনে যে একদিন এর কিকেট খেলা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
১৯৯৭ সালে ওয়ানডে ও ২০০০ সালে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে।১৯৭৭ সালের ২৬জুলাই বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এর সদস্য লাভ করে।মাএ ৩০ বছর আগে ক্রিকেট বলতে টেস্ট খেলায় বুঝাত।
ক্রিকেট কে বলা হয় ভদ্র লোকের খেলা। ক্রিকেট এ আছে টান টান উত্তেজনা। ম্যাচের প্রতিটি বলে খেলার গতিবিধি পরিবর্তন হতে পারে। ক্রিকেট দলীয় খেলা এবং দলীয় সংহতি সাফল্য এর মূল। বাংলাদেশ এর টিকেট খেলার জনপ্রিয়তা তুঙ্গে। বিশেষ করে নতুন প্রজন্মের বাংলাদেশী দের কাছে টিকেট এর প্রতি আকর্ষণ দূদমনীয়।
ক্রিকেট একটি জনপ্রিয় খেলা।এই খেলা সব কমবেশি সবাই পছন্দ করে থাকে।খেলা মানুষের মনে আনন্দ জাগায়।মন খারাপ থাকলে ভালো হয়ে যাই।