10
16
কলম দিয়েই লিখতে শিখি
কলম দিয়েই পড়ি
কলম দিয়েই আমরা মানুষ
জীবনটাকে গড়ি।
কলম হতে তৈরি যত
অনিন্দ্য সৃষ্টি,
কখনো বা এই কলমই
ঝরায় চোখের বৃষ্টি।
কলম দিয়েই যুদ্ধ শুরু
কলম আনে শান্তি,
এই কলমই দূর করে দেয়
হাজারো ভুল ভ্রান্তি।
যে সব কথা মুখে বলা যাই সে সব কথা হাতের লিখার মাধ্যমে ফুটিয়ে তুলে সাংবাদিকরা বা আমরা সবাই।