বৈশাখ মাসের দুপুর বেলা
ঝড়ের বাতাস করছে খেলা।
ঝাড়ছে গাছের সবুজ পাতা
যাচ্ছে উড়ে মাথার ছাতা ।
উড়ছে ধূলা রাস্তা ঘাটের
ভাঙছে দোকান মিরের হাটের
মাতাল হাওয়ার ঘূর্ণিপাকে
তার গাছের ওই পাতার ফাঁকে।
বাঁধলো বাসা বাবুই পাখি
করছে ভয়ে ডাকাডাকি।
বৃষ্টি আসে তুফান বেগে
ঘুমের খোকন তাকায় জেগে।
পূবের ভিটার কলার ছড়ি
ভেঙ্গে পড়েই গড়াগড়ি।
ভাঙছে আবার গাছের ডাল
নদীর পানি তালমাতাল।।
Nice poem.💕