2
21
রুটিন মাফিক চলে যারা
রুটিন মাফিক খায়,
তাদের সাথে এই শহরে
বাস করা খুব দায়।
ঘড়ির কাঁটা থিরথিরিয়ে
আদেশ করে যা,
অমনি সবাই বাইরে যেতে
বাড়িয়ে রাখে পা।
ঘড়িই বলে নাস্তা এবার
ঘড়িই করায় স্নান,
সকাল বেলার জাগনাটাও
ঘড়ির অবদান।
ঘড়ির ডাকে ক্লাসেতে যাই
ঘড়িই আনে ঘরে,
আটের কাঁটা টিভিতে ভাই
রাতের খবর পড়ে।
হায়রে এমন দেশ কি আছে?
যেথায় নেই ঘড়ি,
আমার কেবল ইচ্ছে জাগে
সেথায় বসত করি।
nice one