6
17
মাছ-২টি
আদা বাটা-১/৪চা, চামচ
রসুন বাটা-১/২চা, চামচ
হলুদ বাটা-১/২চা, চামচ
মরিচ বাটা-১/২চা, চামচ
জিরা বাটা-১/২চা, চামচ
ধনে বাটা-১/২ চা, চামচ
গোলমরিচ গুঁড়া-১/২চা, চামচ
লবন পরিমাণ মতো
তেল ভাজার জন্য।
রূপচাঁদা বা তেলাপিয়া বা কাঁটা কম ওয়ালা যে কোন মাছ পরিষ্কার করে দুপিঠে আচরণ কেটে নিতে হবে। তেল ছাড়া সব মসলা মাখিয়ে ২ঘনটা ভিজিয়ে রাখতে হবে।
ভাজা মাছ আর গরম ভাতের সাথে ডাল সাথে ভর্তা হলে তো কোনো কথাই নেই!