ইট পাথরের এই শহরে ভাল লাগেনা আমার
বড় জটিল এ শহর,
বিচিত্র এই শহরের মানুষ।
এখানে বন্ধু আছে, নেই বন্ধুত্বের বন্ধন
ভাই আছে, নেই ভ্রাতৃত্ব।
স্বজন আছে, নেই আত্মীয়ের বাঁধন,
ভালোবাসা আছে, নেই হৃদয়ের লেনদেন।
আজ বিবেকের দৃঢ় উচ্চারণ,
ফিরে যাব, ফিরে যাব ই
হাফিজ মাঝির ঘাটে,
যেখানে ভাটিয়ালির সুর আছে
রহিম চাষার আলে।
ফিরে যাব,
করিমুন্নেসার জীর্ণ আঙ্গিনায়
যেখানে নির্ভেজাল ভালোবাসা আছে,
আছে স্নেহ,
নেই কোনো কৃত্রিমতা।
ফিরে যাব আমি,
সেখানেই ফিরে যাব।
অনেক ভাল লিখেছেন।