একুশের মাঝে জীবন

1 16
Avatar for Farhana-liza
3 years ago
Sponsors of Farhana-liza
empty
empty
empty

একুশের মাঝে লুকানো ছিল

স্বাধীনতার চেতনা,

জন্ম হতে শিখেছি বাংলা

শিখিয়েছে আমার মা।

পরাধীনতার নাগপাশে বাঁধা ছিল দু,শ বছর

লাখো শহীদের বুকের রক্তে

রঙ্গিন হল কবর।

তারপর আবার শুরু হল

আমাদের নিয়ে খেলা,

নানা ষড়যন্ত্র বাংলার বুকে

নির্যাতন আর অবহেলা।

বাংলাতে জন্ম, বাংলাতে মৃত্যু

বাংলাতে বসবাস,

ওরা বলে বাংলা চলবে না

উর্দু জিন্দাবাদ।

আগুনের মত জ্বলে উঠলো

সারা বাংলার মানুষ,

মিছিলের মাঝে চালালো গুলি

ওরা মানুষ হয়েও অমানুষ।

সালাম, রফিক আরো কতজন

মরল পাখির মত,

মায়ের ভাষা আনলো তারা

সালাম শত শত।

সারাবিশ্বে ভাষা দিবস আজ

একুশে ফেব্রুয়ারি,

এই জীবনে যাবে না ভোলা

হে মহান একুশে ফেব্রুয়ারি।

3
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder
Sponsors of Farhana-liza
empty
empty
empty
Avatar for Farhana-liza
3 years ago

Comments