8
9
দুর্নীতি মানে নীতি থেকে দূরে
কিংবা দূর হও নীতি
নিয়মের শৃংখল ভেঙ্গে
এগিয়ে যাওয়া
সুযোগের ফাঁক বুঝে সাহেবের মাল খাওয়া।
দুর্নীতি মানে মামার ক্ষমতায়
ভাগিনার বেহায়া আস্ফালন
খাঁটি সরিষা কিংবা ডালডার মালিশে
উপরের সিঁড়ি বেয়ে ধেয়ে আসা
ডাবল প্রমোশন।
দুর্নীতি মানে বসে,র দরবারে
আগাম আনাগোনা
ইন্টারভিউর প্রশ্নপত্র ফাঁস
দেশের যে সর্বনাশ।
দুর্বিনীত মানে কাজির ড্রয়িংয়ে
রাত্রিকালীন চুক্তি
টেবিলের উপর রক্ষিত ফাইল
ছুটে চলে অজানা পথে
খুনিদের মুক্তি।
Durniti... Mind blowing poem sister. I really enjoy your poem and just discover that you are a good poet.