নেটওয়ার্ক মার্কেটিং

0 59
Avatar for Fardin958
4 years ago

♦নেটওয়ার্ক মার্কেটিং এবং প্লানের প্রকারভেদ :

প্রিয় বন্ধুরা,

আশা করি সবাই ভালো আছেন।

আলহামদুলিল্লাহ্‌, করোনাকালীন এই মহামারি দূর্যোগে আমরা এখনো বেঁচে আছি তাই সৃষ্টিকর্তার কাছে লাখো শুকরিয়া।

যেখানে সারা দুনিয়াজুড়ে সকল ব্যবসা-বানিজ্যে ভয়াবহ আকাল যাচ্ছে - এমনি কঠিন পরিস্থিতিতে সারা দুনিয়ার খুব জনপ্রিয়, সম্ভাবনাময় এবং আশার আলো দেখাতে পারছে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম।

যা আগামিদিনে সারা পৃথিবীকে ডমিনেট করবে বলে বিশেষজ্ঞদের ধারনা।

নেটওয়ার্ক মার্কেটিং এর প্রকারভেদ জানার আগে আমাদের জানতে হবে নেটওয়ার্ক মার্কেটিং কি?

১৯৫০ এর পর থেকে পণ্য বিপণনের বিভিন্ন পুরাতন ধারনাগুলু বদলে গেল। এবং শুরু হল এক নতুন যুগের, যেখানে ক্রেতা বিজ্ঞাপনে আকৃষ্ট হয় না। বাজারে খুব বেশি প্রতিযোগিতা শুরু হল। তখন ক্রেতার মন রক্ষা করাই হল কোম্পানিগুলোর প্রধান কাজ। এবং শুধু তাই নয়, ক্রেতা কি চায় তা খুঁজে বের করা এবং তার অভাব পূরণ করা হল কোম্পানি গুলোর লক্ষ্য। অর্থাৎ ক্রেতাকে শুধু ক্রেতা নয়, বরং একজন মানুষ হিসেবে বিবেচনা করা।

ফিলিপ কটলার এই Marketing ERA নিয়ে একটা বই লিখেছেন “New Marketing ERA in Region.

Marketing 3.0” এই যুগের অন্যতম এই বিপনন ব্যবস্থার নামই হচ্ছে “Network Marketing”

বিখ্যাত লেখক এবং নেটওয়ার্কার John Milton Fogg এর ভাষায়,

“Network Marketing combines two of the most powerful forces at work in our world today - Network & Marketing.”

অর্থাৎ, নেটওয়ার্ক এবং মার্কেটিং, এই দুটি শক্তিকে একত্রিত করে যে শক্তিটি কাজ করছে তাই হল নেটওয়ার্ক মার্কেটিং।

এর সংজ্ঞা বিভিন্ন ভাবে দেয়া যায়, তবে এক কথায়

“কোন পণ্য বা সেবা, কোন ক্রেতার কাছে দ্রুত এবং সহজে, কোন ব্যাক্তি বা কোম্পানি, দল বা নেটওয়ার্ক এর মাধ্যমে পৌঁছে দেবার পদ্ধতিকেই নেটওয়ার্ক মার্কেটিং বলে।

এটাকে হোম বেজ মার্কেটিং, মাল্টিলেভেল মার্কেটিং, ডাইরেক্ট সেলস, ফ্রিডম বা ইন্ডিপেনডেন্ট বিজনেস ইত্যাদি নামেও ডাকা হয়।

এর উদ্ভব হয় আনুমানিক ১৯৪০ সালে।

উদ্ভাবক ছিলেন আমেরিকার ডঃ কার্ল রেইন বোর্গ।

দীর্ঘ চরাই উৎরাই পেরিয়ে ১৯৫৮ সালে এটি আমেরিকান পার্লামেন্টে ১০ ভোট বেশী পেয়ে সারা দুনিয়ায় স্বীকৃতি পায়।

তারপর থেকে বর্তমানে বিশ্বের প্রায় ১৮০ টির ও বেশী দেশে প্রায় ২৫,০০০ এর ও বেশী কোম্পানি এ সিস্টেমে ব্যবসা সুনামের সাথে পরিচালনা করছেন।

Dr. Richard Laser এর মতে,

“Network marketing doesn’t make individuals free, it’s liberating the whole nation.”

Bill Gets এই প্রসঙ্গে বলেছেন,

“If I would be given a chance to start all over again, I would choose Network Marketing”

Warren buffet এর মতে -

“Network marketing is the Best Investment I Ever Made”

আধুনিক নেটওয়ার্ক মার্কেটিং এর আরেক বিখ্যাত উদ্ভাবক,

Dr. Robert Kiyosaki বলেন:

"Network Marketing is the fastest growing business model in the world today"

U.S President - DONALD TRUMP এর মতে,

"Marketing is a powerful tool and network marketing can increase that power, provided you're self motivated. In a simple Visual, see a product and remove the advertising agency from it. It is up to you to do the marketing and advertising".

জগৎবিখ্যাত নেটওয়ার্কার এবং Great Entrepreneur - Captain Firose Khan বলেন:

"Network Marketing is an independent business Opportunity that you too can own and do from the comfort of your home for a second income that will become a passive and residual income as we grow forward"

এই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলু তাদের স্বাধীন পরিবেশকদেরকে পন্য বিক্রি বা দলগত পন্য বিক্রির উপর যে কমিশন বা বোনাস প্রদান করে তাকে সাধারণত কমপানশেসন প্লান বা কমিশন প্লান বলে।

এক এক কোম্পানি তার ডিস্ট্রিবিউটরদেরকে কমিশন দেয়ার ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি বা সিস্টেম ফলো করে।

সারা দুনিয়াজুড়ে জনপ্রিয় এমন কিছু সিস্টেম এর প্রকারভেদ নিয়ে আপনাদেরকে শেয়ার করছি।

যেমন,

১. বাইনারি প্লান।

২. ইউনিলেভেল প্লান।

৩. ম্যাট্রিক্স প্লান।

৪. বোর্ড প্লান।

৫. গিফট প্লান।

৬. মনোলাইন প্লান।

৭. জেনারেশন প্লান।

৮. পার্টি প্লান।

৯. স্টেয়ারস্টেপ প্লান।

১০. অস্ট্রেলিয়ান 10up প্লান।

১১. হাইব্রিড বাইনারি প্লান।

১২. এ্যাফিলেট মার্কেটিং প্লান, ইত্যাদি।

এইছাড়াও বিভিন্ন সময়ে আরো কিছু প্লানের সূচনা হয়েছিল যা সময়ের পরিক্রমায় নিষিদ্ধ। যেমন, পিরামিড প্লান এবং বোর্ড প্লানের কিছু অংশ।

এইগুলুর মধ্যে বাইনারি এবং ইউনিলেভেল বেশ সমাদৃত। তবে ইদানীং কালে সারা পৃথিবীতে হাইব্রিড বাইনারি প্লান সহজলভ্য হওয়ায় খুব দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।

আমাদের সবাইকে যে সত্য কথাটি মনে রাখতে হবে যে, একজন লোক যত এডুকেটেড হোক না কেন - যদি নেটওয়ার্ক মার্কেটিং উপর জ্ঞান না থাকে বা নেটওয়ার্ক মার্কেটিং এর উপর বাস্তব ট্রেইনিং না থাকে, তাহলে উনি এই বিষয়ে অজ্ঞ। সুতরাং যারা এই কনসেপ্ট এবং সিস্টেম জানেন না তাদের নেতিবাচক মন্তব্যের কারনে সারা দুনিয়াজুড়ে অত্যন্ত জনপ্রিয় একটি সিস্টেম বা সুযোগ আমাদের দেশে খুব জনপ্রিয়তা পায়নি, যার ফলে দিন দিন বেড়ে যাচ্ছে বেকার সমস্যা।

এমতাবস্থায়, যারা এই পেশায় জড়িত আছেন, তাদের উচিৎ সঠিক জ্ঞান আহরণ করা এবং সঠিক কোম্পানি নির্বাচনের মাধ্যমে নিজেকে সফল হিসাবে তৈরী করা, পাশাপাশি সমাজের সকল পেশা-শ্রেণীর মানুষকে এই সিস্টেম এর ব্যাপারে সঠিক ইনফরমেশন দেয়া।

কারন একমাত্র সঠিক নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং বা মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেমই পারে ধনী-গরিব বৈষম্য দূর করতে এবং বেকার সমস্যা দূর করে একটি শক্তিশালী অর্থনৈতিক মুক্তির মাধ্যমে সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে।

উল্লেখ্য যে, কিছু খারাপ কোম্পানি, মানি গেইম কোম্পানি বা পন্যবিহীন কোম্পানির জন্যে পুরো সিস্টেমকে ঢালাও ভাবে দোষারোপ করা অন্যায়। আমাদের উচিৎ রিয়েল এবং ভালো কোম্পানিগুলুকে উৎসাহ দেয়া এবং পন্যবিহীন কোম্পানিগুলুকে প্রতিরোধ করা।

সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো শতভাগ পরিপূর্ণভাবে না জেনে নেতিবাচক মন্তব্যের মাধ্যমে সম্ভাবনাময় একটা সেক্টরকে ক্ষতিগ্রস্ত না করার জন্যে।

সবার সুস্থ্যতা, সুখী - সমৃদ্ধশালী জীবন কামনা করছি। ধন্যবাদ।

1
$ 0.00
Avatar for Fardin958
4 years ago

Comments