পর্বঃ- ০২
লেখক:सा सजीव
তারপর রিমঝিম আপু আমার কাছে এসে আমার মুখের সামনে খাবার ধরলো ৷৷
* নে খেয়ে নে ৷ (রিমঝিম আপু)
* করুনা করছেন ? (আমি)
* করুনার কি দেখলি ৷ (একটু রেগে রিমঝিম আপু)
* যা করছেন সবি তো করুনা।। না হলে একদিনের চেনা জানায় আপনি আমাকে এখানে খাওয়াইতে নিয়ে আসতেন না। এটা করুনা ছাড়া কি ? (আমি)
রিমঝিম আপু রাগ করে সব খাবারে পানি ঢেলে দিলো ৷৷
* চল খেতে হবে না তোকে ৷ (আপু)
বিল দিয়ে আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো ৷
* বাসায় চলে যা ৷ (রিমঝিম আপু)
আমি কিছু না বলে ওখান থেকে হাটতে ধরলাম ৷
কি মেয়েরে বাবা নিজেই ডাকলো আবার নিজেই তারিয়ে দিলো ৷
বড়লোক তো তাই মনে হয় অন্যের জীবন নিয়ে চিন্তা করে না ৷ শুধু নিজের মর্জিতে সবাই কে চালাতে চায় ৷ কি জন্য যে কলেজে আসলাম ৷৷(মনে মনে ভাবলাম আমি)
ভালো লাগছিলো না তাই আর বাসায় গেলাম না ৷ দুইটা সিগারেট কিনে নদীর পারে গিয়ে বসলাম ৷
সিগারেট ধরিয়ে গাছের নিচে বসে নদির পানি চলা চল দেখতে লাগলাম ৷
একটু পর ফোনটা বেজে উঠলো ৷ আননোন নাম্বার ৷ ফোনটা রিসিভ করলাম ৷
ফোনটা রিসভ করার পর ওপাশ থেকে একটা মেয়েলি কন্ঠ শুনতে পেলাম।কথা শুনে বুঝতে পারলাম রিমঝিম আপু
* কই আছিস (রিমঝিম আপু)
* কে আপনি ? (না চেনার ভান করে আমি)
* কই আছিস সেটা বল এসে দেখাচ্ছি আমি কে !(রিমঝিম আপু) * নদীর ধারের গাছের নিচে বসে আছি । (আমি)
* দাড়া আমি আসছি কোথাও যাবি না ৷ (রিমঝিম আপু)
প্রায় ১০ মিনিট পর রিমঝিম আপু আসল ৷
* এখানে কি করিস ? (রিমঝিম আপু)
* বসে আছি ৷ কেন বলুন তো ৷ (আমি)
* তোর হাতে ওটা কি ? (রিমঝিম আপু)
* কই কিছুই তো নয় ৷ (আমি)
* সত্যি বল হাতে কী ? ( রিমঝিম আপু)
* সিগারেট ৷ (আমি)
আপু সিগারেট টা নিয়ে ফেলে দিলো আমার হাত থেকে ৷
* আজকের পর থেকেদিন ও জেনো আমার সামনে সিগারেট খাওয়া না দেখি ৷ (রিমঝিম আপু)
কিছু না বলে চুপ করে রইলাম বসে রইলাম ৷
* বাসায় যাবি না ? (রিমঝিম আপু)
* বাসায় গিয়ে কি করবো ? (আমি)
* বাসায় গিয়ে নাচবি আর কী করবি !! (রিমঝিম আপু)
* আমার বাসায় যেতে ইচ্ছে করছে না ৷ (আমি)
আপু আমার পাশে বসে পরলো ৷ তারপর বললো ৷
* সরি '' তখন তোকে রাগ দেখানোর জন্য (রিমঝিম আপু)
* এসব কথা বাদ দেন তো অভ্যাস আছে আমি কিছু মনে করি নি । (আমি)
* হুম আসলে তুই তখন ওই কথাটা বলার পর মেজাজটা খুব খারাপ হয়ে গেছিলো ৷৷ (আপু)
* ভূল তো কিছু বলেছিলাম না ৷ (আমি)
রিমঝিম আপু আমার দিকে তাকালো
* কি বলবি আবার বল কিন্তু এই কথাটা জেনো তোর মুখে আর কোনোদিন না শুনি বুঝলি ৷ (রিমঝিম আপু)
* হুম বুঝলাম ৷ আপনি বাসায় যাবেন না ? (আমি)
* যাব ৷ কিন্তু এটা বল তুই আমাকে আপনি করে বলিস কেনো ? (রিমঝিম আপু)
* তাহলে কি বলবো ? (আমি)
* তুমি করে বলবি ৷ (রিমঝিম আপু)
* আপনি আমার সিনিয়র আপনাকে আপনি বলেই ডাকা আমার মনে হয় উচিত হবে ।। (আমি)
* বলছি না আপনি বলবি না কানে কথা যায় না তোর (জোরে চিল্লানি দিয়ে আপু)
রিমঝিম আপুর চিল্লানি শুনে বুক টা কেপে উঠলো ৷ খুব ভয় পেয়ে গেয়েছিলাম ৷৷
* আচ্ছা ডাকবো না ৷ আজ থেকে তুমি বলেই ডাকবো ৷ (আমি)
* হুম মনে থাকে জেনো ৷ (রিমঝিম আপু)
অনেক্ষন ধরে দুজনে চুপচাপ বসে রইলাম ৷ নদীর ধারে হালকা বাতাস বইছে খুব সুন্দর লাগছে ৷৷
* জানো রিমঝিম আমার বাবা আমাকে ছোট থাকতে বিকেল করে প্রতিদিন এখানে ঘুরতে নিয়ে আসতেন আমাকে ৷ (আমি)
* মন খারাপ করিস না ৷ দেখবি তোর সাথে এখন থেকে যা হবে সব ভালো হবে ৷ (রিমঝিম আপু)
হটাৎ করে রিমঝিম আপু আমার কাধে মাথা রাখলো । ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো ৷ আমি চুপ করে রইলাম ৷৷
* আজ থেকে কখনো নিজেকে একা মনে করবি না । এখন থেকে সব সময় আমাকে তোর পাশে পাবি কথা দিলাম ৷৷ (রিমঝিম আপু)
আমি কিছু না বলে একটা মুচকি হাসলাম ৷ আমার মুখের দিকে রিমঝিম আপু বললো
কি হলো হাসছিস কেনো ? (আপু)
* না এমনি ৷ (আমি)
* চল এখন বাসায় যাবো (রিমঝিম আপু)
* হুম চলো ৷ (আমি)
রিমঝিম আপু আমাকে রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে চলে গেলো ৷ দোকান থেকে কিছু খাবার কিনে রাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম ৷৷
তারপর ল্যাপটপ টা নিয়ে কাজ করতে লাগলাম ৷
একটু পর ফোনটা বেজে উঠলো ৷ ফোনটা ধরলাম ৷৷
* কি করিস এখন ? ((রিমঝিম আপু)
* এই তো ল্যাপটপে বসে কাজ করি ৷ (আমি)
* খেয়েছিস কিছু ? (আপু)
* হুম খেয়েছি ৷ (আমি)
* ওহ ভালো আচ্ছা রাখছি কাল কলেজে আসবি কিন্তু ? (রিমঝিম আপু)
* ওকে আসবো ৷ (আমি)
ফোনটা রেখে দিলাম আমি আবার কালকে কলেজে যাব ৷ যে প্যারা নিলাম হুদাই সেই প্যারা আবার নিতে যাবো ৷৷ (আমি মনে মনে)
কাজ শেষ করে আর বাইরে বের হলাম না বাসায় কাটিয়ে দিলাম ৷৷
রাতে রান্না করে খেয়ে নিজের কাজ করতে লাগলাম ৷ সকালে ফোনটা বেজে উঠলো ৷৷
ফোনের নাম্বার না দেখেই কানের কাছে নিলাম ৷
* হ্যালো কে বলছেন ? (আমি)
* কই রে তুই ? (রিমঝিম আপু)
* বাসায় শুয়ে আছি ৷ (আমি)
* এখনো ঘুমাচ্ছিস কয়টা বাজে খেয়াল আছে ৷৷ (রিমঝিম আপু)
* কয়টা (ঘুমের ঘোরে আমি)
* ৯ টা বাজে তারাতাড়ি কলেযে আয় (রিমঝিম আপু)
* না কলেযে যাব না ভালো লাগছে না ৷ (বলেই ফোনটা কেটে দিয়ে আবার ঘুমিয়ে পরলাম)
প্রায় ২০ পর কলিং বেলের শব্দ পেলাম ৷
আমার বাসায় তো কেউ তেমন আসে না ৷ ঘুম ঘুম চোখে গিয়ে দরজাটা খুলে দিয়েই
চমকে গেলাম। কারন রিমঝিম আপু দারিয়ে ৷৷
* আরে তুমি এখানে ? (আমি)
* তোকে না বলেছিলাম কলেজে আসতে ৷ (রিমঝিম আপু)
* ভালো লাগছিলো না তাই যেতে চাচ্ছিলাম না ৷ তুমি আমার বাসা চিনলে কীভাবে ? (আমি)
* কাল তোকে নামিয়ে দিছিলাম যেখানে ওই রাস্তা দিয়ে আসলাম ৷৷ তারপর একটা লোককে জিজ্ঞেস করায় বলে দিলো ৷৷ (রিমঝিম আপু)
* তোমার এখানে আসাটা ঠিক হয় নি।। লোকে কি ভাববে আর আমি এখানে একা থাকি বুঝতেও তো পারছো ৷ (আমি)
* ওতো বুঝে লাভ নেই সর ভিতরে যেতে দে ৷ (রিমঝিম আপু)
আমি কিছু বলার আগেই রিমঝিম আপু ভিতরে ঢুকে পরলো ৷
* তোর বাসাটা তো বেশ সুন্দর ৷ (রিমঝিম আপু)
* আমার আব্বু এটা আমার জন্য রেখে গেছেন ৷ (আমি)
* ওহ ভালো , তারাতাড়ি রেডি হয়ে নে । একসাথে খাওয়া করবো খাবার নিয়ে এসেছি ৷৷ (রিমঝিম আপু)
আমি কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম ৷
কারন যত তারাতাড়ি সম্ভভ তাকে এই বাসা থেকে বিদায় করতে হবে।। আমার তো কিছু না।। কিন্তু মানুষ তার নামে খারাপ কথা বলতে পারে প
রেডি হয়ে এসে দেখি রিমঝিম আপু খাবার নিয়ে বসে আছে ৷৷ দুজনে বসে খেয়ে নিলাম ৷৷
আপু শুধু বক বক করেই যাচ্ছোাআর আমি ভাবতিছি কখন সে এখান থেকে যাবে ৷ তারাতাড়ি খাওয়া শেষ করলাম ৷
* এখন চল তো আমার সাথে ৷ (রিমঝিম আপু)
* কোথায় যাবো ? (আমি)
* কাজী অফিস আজ তোকে বিয়ে করবো (রিমঝিম আপু)
চলবে 💛 ৩ পর্ব আইডিতে আছে গিয়ে দেখে আসতে পারেন ☺️