Fahad
Part:01
তুই বিয়ে করতে রাজি না হলে কিন্তু আমি আবার তোর জন্য একটা নতুন আম্মু নিয়ে আসবো। তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবি না।( আব্বু)
আমিঃ কি আপনি আবার বিয়ে করবেন?
আব্বুঃ কি করবো এখন সংসারের কাজের জন্য একটা মেয়ে তো লাগবেই তাইনা?
আমিঃ তাই বলে এই বয়সে আপনি বিয়ে করবেন। আর আম্মু জানতে পারলে কত কষ্ট পাবে তা একবার ভেবে দেখছেন। আমি এখুনি আম্মুকে সব কিছু বলে দিতেছি।
আব্বুঃ হারামজাদা আমি তোর বিয়ে দেওয়ার কথা বলতেছি আর তুই আমার সাথে মজা নিতেছিস?আমি দৌড়ানি খেয়ে সোজা আম্মুর রুমে চলে এসেছি।
আম্মুঃ কিরে আবির এমন করে দৌড়াচ্ছিস কেন?
আমিঃ আম্মু আমি সবেমাত্র কলেজে পা রেখেছি এখুনি আমাকে বিয়ে করতে বলে।তুমি বলতো আমার কি বিয়ের বয়স হয়েছে?
আম্মুঃ দেখ আবির আমি অসুস্থ সংসারের কাজ ঠিক মত করতে পারিনা। আমরা এত বড় লোক না যে কাজের লোক রেখে দিবো। তাই আমি বলছি তোর আব্বুকে তোর জন্য বিয়ে ঠিক করতে।
আমিঃ ঠিক আছে, আম্মুর রুম থেকে বেড়িয়ে সোজা আমার রুমে এসে মনটা খারাপ করে বসে আছি। দুর এত তাড়াতাড়ি বিয়ে করবো জীবনেও ভাবিনি। ভাবছি কত মেয়ে সাথে আড্ডা দিব সব বরবাদ হয়ে গেলো। আরে আমি তো আপনাদের আমার নিজের সম্পর্কে কিছুই বলিনি। আমি আলিফ হোসন আবির ইন্টার ফাস্ট ইয়ারে পড়ি আমরা রাজশাহীতে একটা ফ্লাটে ভাড়া থাকি। বাকি কথা পরে বলি আব্বু আমাকে ডাকছে।
আব্বুঃ আবির রেডি হয়েছিস বাবা।
আমিঃ এত মিষ্টি সুরে ডাক দিতে হবে না। আমি এসেছি বলেন কি করতে হবে।
আব্বুঃ একদম পান্জাবীটা পরে আয় কারণ আজকে তোর বিয়ে হয়ে যেতে পারে।
আমিঃ পান্জাবি পরতে আমার ভালো লাগে না এই সার্ট আর প্যান্ট ঠিক আছে।
আম্মুঃ আবির আমি বলছি এই পান্জাবিটা পরে তারপর তুই বের হবি।
আমিঃ আম্মু শুধু তোমার জন্য তা না হলে আমি জীবনে এখন বিয়ে করতাম না। পান্জাবিটা পরে আব্বু আমি আর চার মুরুব্বি সহ রওনা দিলাম। কিছুক্ষণ যাওয়ার পর আমরা রিকশা থেকে নেমে একটা বাড়িতে ঢুকেছি। বাড়িটা অনেক সুন্দর করে সাজানো আছে দেখে মনে হচ্ছে অনেক বড় লোক। আব্বু একটু শোনবেন?
আব্বুঃ হ্যা বল কি বলবি?
আমিঃ বিয়ে কি এই বাড়ির কাজের মেয়ের সাথে হবে নাকি?
চলবে,,,,