২০০৭ সাল। আমরা তখন ক্লাস সবে ক্লাস ৯ এ উঠেছি। বাংলাদেশে তখনও সিডি কিনে মানুষজন গান টান শোনে। আমরা ঈদে অন্য কেনাকাটার পাশাপাশি একটা দুইটা গানের সিডিও কিনতাম। কিছু মিক্সড এলবামের সুন্দর সুন্দর নাম ছিল। সব ব্যান্ডের দারুন দারুন গান একটা এলবামে। স্বপ্নচূড়া,আগন্তুক এই রকম কয়েকটার নাম এখনো মনে আছে।
একটা ব্যান্ড ছিল যাত্রী। স্বপঞ্চচূড়া এলবামে তাদের একটা গান ছিল "একটা গোপন কথা"।এই গান ছিল আমাদের বয়সী সব ছেলের মেয়ের মনের কথা। আমরা যেন এই গানটার মাঝেই আমাদের প্রেম,আমাদের প্রেমিকা খুঁজে পেতাম। আমাদের স্বপ্ন ছিল আমাদেরও এই গানের মত একটা প্রেম হবে। গান শুনে শুনে আমরা হুট হাট দলবেধে পাশের বাসার মেয়ে, কোচিং সেন্টারে গার্লস স্কুলের ফার্স্ট গার্লের অথবা কাজিনের প্রেমে পড়ে যেতাম। যাত্রী ব্যান্ড ওই সময় আমাদের মত কম বয়সী ছেলে মেয়েদের যে রোমান্টিকতায় ডুবিয়ে রেখেছিল এখনকার ছেলে মেয়েরা সেটা পায় কিনা আমি জানি না।
ক্লাস এইটের বৃত্তির টাকা দিয়ে আমি একটা এম পি থ্রি কিনি। সেই এম পি থ্রি তে যাত্রীর একের পর এক গান বাজতেই থাকত।আর্টসেল, ব্ল্যাক,ভাইভ নিয়ে অনেক কথা হয়, যাত্রী নিয়ে কখনো কোন কথা হয় না। অনেকদিন পর প্রিয় ব্যান্ডটার কথা মনে পড়ে গেল।