পত্রিকার কাগজ খুললেই দেখা যায় কোথাও না কোথাও কোন তরুণী কিংবা কোন মহিলা, হয়তো বা শিশু ধর্ষিত হয়েছে। সুস্থ চিন্তাধারার যেকোন মানুষকে ধর্ষনের এসব খবরে লজ্জায় নিজে নিজে গুমরে মরতে হয়। ধর্ষণ দেশে নিত্য দিনের ঘটনায় পরিণত হয়েছে। আর এ সকল অপকর্মের সাথে যারা জড়িত তাদের বেশির ভাগই তরুণ সমাজ। নৈতিক অবক্ষয়ের মাধ্যমে দেশের ভবিষ্যৎ তরুণ সমাজকে ধ্বংসের পথে । ধর্ষণ সারা বিশ্বের জন্য এক মারাত্মক নিরব ব্যাধী। তবে আমরা মানুষ, মানুষ সৃষ্টির সেরা জীব। পৃথিবীর বুক থেকে ধর্ষণের মতো ব্যাধীকে ধ্বংস করার উদ্যেগ সবাইকে নিতে হবে। নিজ নিজ জায়গা থেকে ধর্ষণের বিরুদ্ধে প্রচারণা ও নৈতিকতা শিক্ষার প্রসার ঘটাতে হবে। প্রতিকূলতা অতিক্রম করেই সত্য পথের আহবান ও ধর্মীয় নীতি নৈতিকতার আলোকে নতুন প্রজন্মকে গড়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সর্বোচ্চ ধৈর্য্য, সাহসীকতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রদের মাঝে পরিকল্পিত ভাবে ধর্ষণ বিরোধী প্রচারণা চালিয়ে যেতে হবে।
আলোকিত নতুন প্রজন্ম গড়তে প্রতিটি ঘরে ঘরে নৈতিক শিক্ষার আহবান পৌছে দিতে হবে। আগামী প্রজন্মকে নৈতিক ভাবে ধ্বংস হওয়ার হাত থেকে বাচাতে হবে। আসুন ধর্ষণ প্রতিরোধে নিজ নিজ দায়িত্ব পালন করি।
0
15