অভিভাবক একটু এদিক সেদিক হলে সমস্যা নাই,কিন্তু স্টুডেন্ট বেয়াদ্দপ হলে সমস্যা... হ্যা আমার স্টুডেন্টগুলা তেমনই,ওরা তিন ভাইবোনকে পড়াই,এমাসই শেষ হয়তো...
দুইটা মেয়ে আর একটা ছেলে...
ছোট মেয়েটার কথা প্রথমে বলি,
আমি ১২ এর জায়গায় ১৮ দিয়ে ভুল করে একটা গুন অংক করালাম,সে বলল স্যার অংকটা ভুল হইছে...আমি বললাম হে ভুল হইছে,ভুলে ১২ এর জায়গায় ১৮ দিছি...!তারপর ও বলে আপনি অংক পারেন না বুঝছি...,অংক শিখে তারপর পড়াতে আসবেন..ক্লাস ৪ এ পরে মেয়েটা...!
হুমমম
বিশ্বাস করুন,আন্টি পাস্তা দিছিলো, যাস্ট গলা থেকে নামে নাই নাস্তাটা...
আরকেদিন ক্লাস নাইনে বড় ছেলেটা বললাম ফ্যানটা দাও স্যারের গরম লাগছে,ও ফ্যানটা দিলো না এবং চুপ করে রইল.. তারপর আমিই নিজেই ফ্যানটা দিলাম,তারপর ও সাথে সাথে উঠে গিয়ে ফ্যানটা অফ করে দিলো...
আরেকদিন বললাম আজকে ৮.৪০ পর্যন্ত পড়াবো,নরমালি ৯ টা পর্যন্ত পড়াই,মেজো মেয়েটার কথা বলছি, ও বলল,স্যার আপনাকে নয়টা পর্যন্ত পড়াতে হবে,নয়টা মানে নয়টাই,ফাঁকি বাজি করেন তাই না??
এ হচ্ছে আমার লাস্ট দুইবছরের অভিজ্ঞতা টিউশনের...!