Quran for life
★পৃথিবীর বুকে নিজের সুনাম রেখে যাওয়ার চেষ্টা কর। কেউ তোমার সমালোচনা করলে তা মেনে নাও।
তোমরা পরস্পরকে মন্দ নামে ডেকো না।
★অশ্লীল ভাষা ব্যবহার কোরো না এবং প্রতারক কিংবা ধোঁকাবাজ হয়ো না।
★নিপীড়িত মানুষদের সহায় হও। কোন কিছু ঠিকমত না জেনেশুনে বিচার কর না।
★তোমাদের সামনে কারো সম্পর্কে গীবত করার অনুমতি কাউকে দিওনা।
★আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে নিজেকে আল্লাহর প্রতিনিধি মনে কর।
★প্রতিদিন ক্ষমা প্রার্থনা কর (তওবা পাঠ কর) এবং মনে রেখো, মহান আল্লাহ সর্বদা তোমাকে দেখছেন। জেনে রেখ, পাপ কাজের আনন্দ ক্ষণস্থায়ী কিন্তু এর শাস্তি দীর্ঘ-মেয়াদী।
★যে সকল আলেম ও জ্ঞানীমানুষেরা কাজেকর্মে নিজেদের জ্ঞান বাস্তবায়ন করে তাদের সাথে সংযুক্ত থাক। আর কুরআনের সাথে পরিচিত হও।
★পার্থিব সম্পদের প্রতি ভালোবাসা সকল ত্রুটি-বিচ্যুতির উৎস। (বেশি বেশি) সদকা দাও। অন্যের সম্পদে চোখ দিও না।
★ঋণ নেয়ার ক্ষেত্রে যদি কারো বিষয়ে নিশ্চিত থাকো যে, সে ঋণ দেবে না তাহলে তার কাছে চেও না।
যতটা সম্ভব মানুষের সমস্যা সমাধানের চেষ্টা কর।
★সাহসী হও, (কেননা) মৃত্যু একবারই আসবে। সৎকর্মশীল মানুষ হিসেবে মৃত্যুবরণ কর।
========
নাহজ্ আল-বালাগাহ; হযরত আলী