Islam

1 9

স্বর্ণের উপর যখন আঘাত করা হয় তখন তা অলংকারে রূপান্তরিত হয়, আর কাঁচের উপর যখন আঘাত করা হয় তখন তা ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়!!! তাই কাউকে আঘাত করার পূর্বে এটা মনে রাখা উচিত সে হয়তো এ আঘাতে ঈর্ষণীয় বস্তুতে পরিণত হবে কিন্তু প্রকৃতির পাল্টা আঘাতে অন্যায়কারী ভেঙে ছিন্নভিন্ন হয়ে যাবে।

বিশ্বাস রাখতে হবে সৃষ্টিকর্তার ইচ্ছা এবং নিজের সামর্থ্যের উপর।

"যখন কিছু আপনার মনমতো হয় না, হতাশ কিংবা ক্রুব্ধ হবেন না। এটাকে অধ্যবসায় এবং অনেক ধৈর্যের সাথে গ্রহণ করুন। মনে রাখবেন এটা তাঁরই পরিকল্পনার অংশ।"

--- মুফতি ইসমাইল মেঙ্ক

"তারা ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল করেন। বস্তুত আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে উত্তম।"

আল আনফাল ৩০

“বস্তুত তোমরা এমন বিষয়কে অপছন্দ করছ যা তোমাদের পক্ষে বাস্তবিকই মঙ্গলজনক। পক্ষান্তরে, তোমরা এমন বিষয়কে পছন্দ করছো যা তোমাদের জন্য বাস্তবিকই অনিষ্টকর এবং আল্লাহ্‌ই অবগত আছেন আর তোমরা অবগত নও।”

--- সূরা বাকারাহ ২১৬

4
$ 0.00

Comments