সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর সূর্য যখন তার অস্তের দিকে যায় তখন নেমে আসে সন্ধ্যা আর দূর হয় সকল ক্লান্তি, তখন আমরা সবাই আমাদের গন্তব্যের দিকে ছুটে চলি আমাদের পরিবারের টানে, আর একটু বিশ্রামের পর আবার চিন্তা করতে শুরু করি প্রতিদিনের সেই রুটিনের কথা, এভাবেই চলতে থাকে আমাদের জীবন, এর মধ্যে আবার অনেক স্মৃতি থেকে যায় আমাদের জীবনে, আর এর মধ্যেই হঠাৎ এমন একটি দিন আসবে যেই দিন আমাদের সকল কিছুর অবসান ঘটবে, থমকে যাবে সবকিছু, অবসান ঘটবে সবকিছুর, চলে যাবো চিরতরের জন্য, সুধু থেকে যাবে সবকিছুর মধ্যে থাকা শুধু স্মৃতি টুকুই !
After a long day of hard work when the sun goes down the evening comes down and all the fatigue goes away, then we all rush to our destination, pull our family, and after a little rest we start thinking again about that daily routine, this is how we continue. Life, there are so many memories left in our lives, and suddenly there will come a day when all of us will end, everything will stop, everything will end, I will leave forever, only memories will remain in everything.
Highlighting a part of reality, it was good to read