✍️এই দারিদ্রতা চোট্ট একটি শব্দ ।
✍️কিন্তু এই দারিদ্রতার আসল বাস্তবতাটা যে কতটা নির্মম তা কোনদিন ভাষায় প্রকাশ করা যাবে না ।
✍️কেউ কাপড় সকালের জন্য একটা,দুপুরের জন্য একটা এবং রাতে নাইট ড্রেস একটা আরো পার্টি ড্রেস অফিস ড্রেস তো আছেই , তাও তারা প্রতি মাসেই শপিং করে😥
✍️আর তার অন্য দিকে তাদের সমাজেরই আশেপাশের অনেক দরিদ্র অসহায় মানুষ খাদ্য ও বস্ত্র হীনতায় বুগছে😢
✍️আসলে এই সকল গরিব মানুষরা ৫০০০ হাজার টাকা দামের শাড়ি(কাপড়)চায় না ৩০০ টাকার প্রিন্টের শাড়িতেই (কাপড়)অনেক অনেক খুশি🙂
✍️নিজের তো অনেক কিছু আছে কিন্তু কি করতেছেন এই গরিব অসহায় মানুষগুলোর জন্য🤷♂️
✍️নিজের মানবতাকে জাগিয়ে তুলুন বেশি কিছু লাগবে না,আপনার একার পক্ষে যদি ৩০০ টাকা দিয়ে একটি কাপড় কেনা সম্ভব না হয় আপনার বন্ধুদের বলুন আর তাতেও না হলে গ্রাম ভিত্তিক এসকল মানুষদের জন্য ফাউন্ডেশন খুলুন🙎♂️
✍️এসকল দরিদ্র মানুষ বেশিরভাগই অশিক্ষিত,তাই সরকারি কোনো খাদ্য বস্ত্র হয়তো নাও পেতে পারে।
যদি না পায় সরকারি রেশন তাহলে পাইয়ে দিতে সহযোগিতা করুন🙏
✍️আসুন আমরা সকলে এক হয়ে এসব মানুষদের পাশে দাড়াই । #প্রৃথিবীর_সবছেয়ে_বড়_আদালত_হচ্ছে_মানুষের_বিবেক
✍️আমরা চেষ্টা করলেই পারবো,আমাদের চেষ্টাই একদিন আমাদের সফলতা আনবে এবং আমার আপনার জন্যই হাসি পুঠবে অসহায় এক ব্যাক্তির🙂