4
22
যাদেরকে সবার সাথে মিশতে দেখা যায়,হাসতে আর আনন্দ করতে দেখা যায়, সবাই ভাবে তার কোনো কষ্ট নেই।
আসলে ওই মানুষটার কষ্ট অন্য সবার থেকে বেশি৷সেটা একাকীত্বের কষ্ট,শুন্যতার কষ্ট।
এ কষ্টটা দূর করার জন্যই সবার সাথে মিশে সময় কাটাতে চেষ্টা করে,তবুও সে মনের শূন্যতা পূরণ করতে পারে না।
দিন শেষে একাই থাকতে হয় তাকে৷
খুবই সুন্দর একটা কথা। আসলে মানুষ যা দেখায় তাহলে সে তা হয় না। বাইরে এক আর ভিতরে আরেক। মানুষ সবই পারে। কষ্ট, দুঃখ নিয়েই মানুষ তাদের জিবন সুন্দর করে জিবন যাপন করে। তাদের অনেক কষ্ট থাকে কিন্ত করার কিছুই থাকে না। তারা সবার সাথেই মিশে থাকতে পারে।।