অভিশাপ

0 2
Avatar for Emon45
Written by
4 years ago

একদিন দেখবে,

তোমার বারবার ঘুম ভেঙে যাচ্ছে

যতবার জেগে উঠছো ততবারই অন্ধকার

অস্থিরতায় তুমি ত্যক্ত-বিরক্ত হয়ে উঠবে।

রেগেমেগে বিছানা থেকে উঠে ঘড়ি দেখতেই অবাক—

দুপুর হতে চললো, এখনো সূর্য উঠেনি!

সেদিন জানবে—

আমাকে ভুলে যাওয়া অপরাধে, সূর্য বিদ্রোহ করেছে!

একদিন দেখবে,

বারান্দায় তোমার প্রিয় ফুল গাছে ফুল নেই

ভাববে কয়দিন পর হয়তো ফুটবে, মাস কেটে যাবে

ফুল গাছে ফুল ফুটবে না, তুমি বিরক্ত হয়ে উঠবে।

প্রিয় ফুল কিনতে গিয়ে দেখবে সকল দোকান বন্ধ

তুমি খোঁজ নিয়ে জানবে, শহরে ফুল ফোটে না আর!

সেদিন জানবে—

আমাকে ভুলে যাওয়া অপরাধে, ফুল বিদ্রোহ করেছে!

একদিন দেখবে,

শহরে ঘটে যাচ্ছে, একের পর এক চুরি-ডাকাতি

সকাল বিকাল টিভিতে প্রচারিত হচ্ছে খুনের খবর

মারামারি, কাটাকাটি, খুনোখুনি, লেগেই আছে।

শহর নরকে পরিনত হয়েছে, কেউ ভালো নেই,

কোথাও একবিন্দু শান্তি নেই!

সেদিন জানবে—

আমাকে ভুলে যাওয়ার অপরাধে,

এ শহর বিদ্রোহ করেছে!

"অভিশাপ"

~ Emon khan

Photo - Nahdia Tabassum Sammu apu

1
$ 0.00

Comments