ফেলে যাওয়া সময়
-সরওয়ার আহমেদ
হয়তো গোটা বছর কয়েক পরে হলেও আমাদের দেখা হবে,
কোন এক ব্যস্ত শহরের ভীড় জমানো রাস্তার মোড়ে।
সেদিন তুমি আমায় কি প্রশ্ন করবে সেটাও জানি আমি,
নিজেকে অভিমানের সাথে মানিয়ে নিয়েছি এখন
কারণ, তোমার প্রশ্ন জুড়ে থাকবে আমার অভিমান আর রাগ।
তাই অভিমান গুলো জমিয়ে রেখেছি
সঠিক সময়ে ফিরিয়ে দিবো বলে।
এটা কোন তোমার প্রতি আমার অভিমান না,এটা আমার না পাওয়ার ভালবাসার এক প্রবল ক্ষোভ যা গোটা কয়েক বছর আমাকে তিলে তিলে নিজের মত করে বাঁচতে শিখিয়েছে।
হ্যাঁ আমি পেরেছি তোমাকে ছাড়া বাঁচতে,
শিখে গিয়েছি কোন পরিস্থিতিতে নিজেকে মানিলে নিয়ে হাসিখুশি রাখতে হয়।তুমি হয়তো আমাকে দেখে চমকে উঠবে আর মনে মনে হয়তো বলবে এই বুঝি সেই তুমি?এমন পরিবর্তন কীভাবে?
তোমার জন্য আজ আমি মিথ্যা হাসিও হাসতে শিখে গেছি সেটা নাহয় আজ তোমার অজানা থাক।
শুধু মাত্র তোমার জন্য আমি নিজেকে চেনার আর নতুন করে গড়ার সুযোগ পেয়েছি।
ধন্যবাদ প্রিয় নিজের অজান্তেই তুমি আমাকে অনেক কিছু দিয়ে গেছো,সবচেয়ে ভাল জিনিসটা দিয়েছো আমার নিজের জীবনটাকে গুছানোর জন্য মাঝখানের বড় এক সময়।
সবমসময় আমি একটা কথায় মেনে এসেছে কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না,জীবন যে যার মত গতিতে চলে শুধু মাঝখানে ভুল মানুষের সাথে পরিচয়ে খানিকটা এলোমেলো করে দিয়ে নতুন করে বাঁচতে জীবনে বড় শিক্ষা দেয়।
আমার মতে তোমার জীবন যে থামিয়ে রেখে গিয়েছে তার জন্য অনুশোচনা না করে নিজের মতন করে নিজের জীবনটাকে নতুন করে সাজানো উচিৎ।
দুঃখ,কষ্ট,অভিমান,অভিযোগ এসব সাময়িক মাত্র, কিন্তুু তুমি যদি নিজের জীবনটা গুছিয়ে নিতে পারো তাহলে তোমার জীবন তোমার কাছে অন্তহীন।