যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না।

18 101
Avatar for EYERISH687
4 years ago

মানুষের চাওয়া-পাওয়ার কোনো শেষ নেই৷ প্রাপ্তিতে তার কোনো তৃপ্তি হয়না। যা সে চায় তা সে পায়না, আর যা পায় তা সে চায়না।

পৃথিবীতে চাওয়া-পাওয়া নিয়ে রয়েছে নিরন্তর দ্বন্দ। তার মনের ইচ্ছা পূরণ হয়না। কঠিন-কঠোর পরিশ্রমের বিনিময়ে যা পায়, তা হয়তো মোটেই কাম্য ছিলো না। না পাওয়ার বেদনা তার কষ্টকে আরো তীব্র করে তোলে।

মানুষ আসলে নিজেও জানেনা যে সে কি চায়। কোনো কিছুতেই তার সন্তুষ্টি হয়না। চাই চাই আরো বেশি চাই। অল্পতে কখনোই সে সুখি নয়৷

একটা চাহিদা পূরণ হতে না হতেই জন্ম নেই নতুন আরেক চাহিদার। মানুষের চাহিদার কোনো অন্ত নেই। সে যতো পায় আরো বেশি চায়। এই চাওয়া-পাওয়া নিয়ে রয়েছে অনেক দ্বন্দ।

মানুষ কখনোই নিজের যা আছে তা নিয়ে সুখী থাকতে পারেনা। সবসময় অন্যেরটাকে অনেক বেশি মনে করে। অন্যের কাছে যা আছে সেটাই তার চাই৷ সে ভালো জিনিস হোক কিংবা খারাপ জিনিস।

যেমন করে নদীর এইপার এর মানুষ ভাবে যে ওইপার এর মানুষ বুঝি বেশি সুখি। ঠিক একইভাবে আবার ওইপারের মানুষ ভাবে যে এইপারের মানুষ বুঝি বেশি সুখী৷

সারাক্ষন অন্যের টাকে অনেক বেশি মনে করে৷ নিজের যতোটুকু আছে সেটা নিয়ে মানুষ কখনোই সুখী হতে পারেনা। কিন্তু এটা মোটেও ঠিক নয়৷

আমাদের সকলের উচিত নিজের যা আছে, যতোটুকু আছে ততোটুকু নিয়েই সুখী থাকা। কেননা, এতেই আমাদের সকলের মঙ্গল সাধিত।

নিজের যা আছে, যতোটুকু আছে সেটুকু নিয়ে যদি মানুষ সন্তুষ্ট থাকতে পারতো তাহলে কখনোই কোনো দ্বন্দের সৃষ্টি হতোনা। তাহলে দুনিয়াতে সবাই নিজ নিজ স্থানে সুখী থাকতো।

তাই আমাদের প্রত্যেকেরই উচিত নিজের যাকিছু আছে, যেটুকু আছে সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকা।

Sponsors of EYERISH687
empty
empty
empty

8
$ 0.14
$ 0.14 from @TheRandomRewarder
Sponsors of EYERISH687
empty
empty
empty
Avatar for EYERISH687
4 years ago

Comments

মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। কাজ যেটা নাই সেটা পাওয়ার জন্য মানুষের চেষ্টার কমতি থাকেনা। কিন্ত যখন তার ইচ্ছাটা পূরণ হয়ে যায় তখন আবার নতুন কিছু পাওয়ার ইচ্ছা তৈরি হয়ে যাই। অনেক সময় আবার আমরা যেটা চাই সেটা কখনো পাওয়া হয়না আবার যেটা চাওয়া হইনা সেটা পাওয়া হয়ে যায়।

$ 0.00
4 years ago

জি ভাইয়া একদম ঠিক কথা বলেছেন। আমরা যা পাই তা চাইনা আর যা চাই তা পাইনা। কখনোই নিজের যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকেনা মানুষ।

$ 0.00
4 years ago

এাটাই মানুষের সহজাত ধর্ম। আমরা চাইলে ও এই জাল থেকে বেরিয়ে আসতে পারবোনা।

$ 0.00
4 years ago

হুম সেটাই৷ যদি মানুষের এই অভ্যাস বদলানো যেতো তাহলে পৃথিবীতে অনেক সুখ বিরাজ করতো হয়তো।

$ 0.00
4 years ago

চাওয়া আর পাওয়ার মাঝে মানুষের জীবন আটকে আছে মানুষ যা চাই তা খুব কম পরিমাণে পাই কিন্তু এমন অনেক কিছু আছে যা মানুষ না চায়তেও পেয়ে যায় এটাই দুনিয়ার নিয়ম নিতি

$ 0.00
4 years ago

হুম ঠিক বলেছেন আপু। মানুষ কখনোই নিজের যা আছে তা নিয়ে সুখী নয়। চাওয়া-পাওয়ার মধ্যেই আটকে আছে মানুষের জীবন৷

$ 0.00
4 years ago

Ai jonnoi to manus akhono ato ta pichiya ascha

$ 0.00
4 years ago

হুম সেটাই৷

$ 0.00
4 years ago

অর্থনীতির ভাষায় একটি কথা আছে মানুষের চাহিদা অসীম কিন্তু যোগান সীমিত। সত্যিই আমাদের চাওয়া পাওয়ার কোন শেষ নেই।গ্যালাক্সির মতন।

$ 0.00
4 years ago

হ্যাঁ, একদম ঠিক বলেছেন ভাইয়া। কথাটা পুরোপুরি সত্যি। সত্যিই মানুষের চাহিদা অসীম কিন্তু যোগান সীমিত।

$ 0.00
4 years ago

ঠিক বলছেন আপু। আমরা মানুষেরা যা চাই তা ভুল করে চাই। যা পাই তা চাই না। মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। অনন্ত কাল ধরে অবিরাম এটি চলতেই থাকে।

$ 0.00
4 years ago

হুম, কিন্তু এটা মোটেও ঠিক নয়। এতে করে আমরা নিজেরাই আসলে নিজের ক্ষতি করে ফেলতেছি। আমাদের সকলের উচিত যার যা আছে ততোটুকু নিয়েই সন্তুষ্ট থাকা।

$ 0.00
4 years ago

অবশ্যই 😊

$ 0.00
4 years ago

হুম।

$ 0.00
4 years ago

এটাই মানুষের জীবন আপু যা চাওয়া হয় তাই পাওয়া যায় না আর যা চায় না তাই পাওয়া যায়। তাই সঠিকভাবে সঠিক কিছু পেতে হলে সঠিক কিছু করতে হবে।আপনার আর্টিকেলটি উপরে আমার খুবই ভালো লেগেছে এটা আমাদের সবাইকে প্রেষণা দিবে।

$ 0.00
4 years ago

সমস্যা হইছে আমরা যা আছে তাতে সুখী বা সন্তুষ্ট নই। আমাদের ইচ্ছা থাকা উচিত, সাথে চেষ্টাও করা উচিত। এরপরেও না পেলে সাধ্যমতো চেষ্টা চালানো উচিত। এরপরে আসছে সন্তুষ্ট এর ব্যাপার এ। নদীর ওপার বলে এপারে সুখ, এপার বলে ওপারে সুখ। সমস্যা এখানেই। যাই হোক মানুষের উচিত নিজের সুখকে দামী না করা, নাহলে সুখ থাকবেই না জীবনে।

$ 0.00
4 years ago