শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো এক ফোটা দিলেম শিশির।

30 247
Avatar for EYERISH687
4 years ago

পৃথিবীতে এমন কিছু লোক আছে যারা উপকারীর উপকার কখনো স্বীকার করেনা। বরংং তারা সামান্য উপকার করতে পারলেই, দম্ভভরে তা প্রচার শুরু করে।

দিঘির বিশাল জলরাশির মধ্যে শৈবালের অবস্থান ও অস্তিত্ব। এই শৈবালের উপর জমেছে ভোরের শিশির। শিশিরের ক্ষুদ্র ফোটা গড়িয়ে পড়েছে দিঘির অগাধ জলে। এই সামান্য শিশির ফোটাকে শৈবাল দিঘির প্রতি তার মহৎ দান বলে গণ্য করেছে। দিঘির জলেই যে তার অস্তিত্ব, বিকাশ ও বৃদ্ধি সেটা সে ভুলে যায় যা সত্যি হীনম্মন্যতার পরিচায়ক।

শৈবালের মতো আমাদের সমাজে, আমাদের আশেপাশেও এমন অনেক মানুষ আছে যারা অন্যের থেকে দান দুহাত ভরে গ্রহণ করে, সাহায্য-সহযোগিতা নেয়, আশ্রয় নেয়, টাকা-পয়সা নেয় কিন্তু তারা কখনোই তা স্বীকার করেনা এমনকি বিন্দু পরিমান কৃতজ্ঞতা প্রকাশ করেনা। কোনো কৃতজ্ঞতাবোধ তার মধ্যে নেই।

অথচ, সে যদি ভুল করেও কখনো কাউকে বিন্দু পরিমান সাহায্য-সহযোগিতা করে তাহলে সে তার সাহায্যের কথা সকলকে বলে বেড়ায়, নিজেকে অনেক মহান মনে করে। এধরনের মানুষকে কেউই পছন্দ করেনা। সকলে তাকে ঘৃণা করে।

যারা প্রকৃতপক্ষে মহান, বড় মনের অধিকারী তারা অন্যেকে সাহায্য-সহযোগিতা করে কখনোই তা সকলের কাছে প্রচার করেনা। সবার কাছে নিজেকে বারবার বড় প্রমাণ করার চেষ্টা করেনা। সকলে এমনিতেই তাকে মাথায় করে রাখে। সম্মান করে, শ্রদ্ধা করে। সারাজীবন সে মানুষের মনে অমর হয়ে থাকে, চির স্মরণীয় হয়ে থাকে।

তাই আমাদের সকলের উচিত নিস্বার্থে অন্যদেরকে সাহায্য-সহযোগিতা করা, বিপদে-আপদে অন্যদের পাশে দাড়ানো। নিজের স্বার্থকে বড় করে না দেখে অন্যের স্বার্থকে বড় করে দেখা। অন্যের জন্য মঙ্গল চিন্তা করা।

Sponsors of EYERISH687
empty
empty
empty

12
$ 0.10
$ 0.10 from @TheRandomRewarder
Sponsors of EYERISH687
empty
empty
empty
Avatar for EYERISH687
4 years ago

Comments

Nice.

$ 0.00
4 years ago

Thank you very much dear brother. I hope you like it.

$ 0.00
4 years ago

অনেক আগে পড়েছিলাম এইটা।এতোদিন পর আবার দেখে ভালো লাগছে।এই ধরনের লোকজন সারাজীবন ই পরের সাহায্য নিয়ে তার সাথেই অহংকার দেখাবে।

$ 0.00
4 years ago

হ্যাঁ ঠিক তাই। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে। অন্যের উপকারের কথা তারা কখনোই স্বীকার করেনা কিন্তু নিজে বিন্দু পরিমান কোনো উপকার করলে সেটা প্রচার করে বেড়ায় আর নিজেকে খুব বড় মনে করে।

$ 0.00
4 years ago

একদম।

$ 0.00
4 years ago

হুম

$ 0.00
4 years ago

ঠিক বলেছেন😊

$ 0.00
4 years ago

হুম আমি জানি। এমন মানুষকে সমাজের মানুষেরা ঘৃণা করে। এরা সমাজের বোঝাস্বরূপ৷ এরা কখনোই জীবনে সুখী হতে পারেনা।

$ 0.00
4 years ago

asholei era jibon er kono na kon porjae giye ksto pai

$ 0.00
4 years ago

শুধু কষ্টই নয়, বরং এরা কখনোই শান্তি খুজে পায়না, জিবনে কখনো সফলতা অর্জন করতে পারেনা।

$ 0.00
4 years ago

হ্যাঁ সেটাই

$ 0.00
4 years ago

হুম।

$ 0.00
4 years ago

ঠিক বলেছেন। কিন্তু মনে হয় এইটা আমি ক্লাস ৮-৯ এই গুলোর মধ্যে একটা ক্লাসে এই সারমর্মটি পড়েছি 😁😁

$ 0.00
4 years ago

হুম আমিও পড়েছি৷ কিন্তু এর মধ্যে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। যা কিনা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে।

$ 0.00
4 years ago

পুরনো স্মৃতি মনে পড়ে গেল☺️

$ 0.00
4 years ago

তাই নাকি ?? সে তো বেশ ভালো কথা৷ কিন্তু এর কথাগুলো বেশ তাৎপর্যপূর্ণ।

$ 0.00
4 years ago

You are right.

$ 0.00
4 years ago

Yes I know that. It is very important article for all of us.

$ 0.00
4 years ago

পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও। তার মত সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও।

  • এই কবিতার কথা গুলো আমাদের জীবনে ধারণ করা উচিত ! ভালো লিখেছেন । ধন্যবাদ ☺️
$ 0.00
4 years ago

হ্যাঁ, ঠিক বলেছেন। এই দুই লাইনের কথায় অনেক শিক্ষনীয় বিষয় রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

$ 0.00
4 years ago

আপনাকেও 🙂

$ 0.00
4 years ago

হুম৷

$ 0.00
4 years ago

হ্যাঁ আপনার কথাগুলো খুবই ভালো অনেক শিক্ষনীয় বিষয় আছে ভিতরে আমাদের চরিত্র কে তুলে ধরা হয়েছে। ধন্যবাদ।

$ 0.00
4 years ago

স্বাগতম। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমার লেখা আর্টিকেলটি সময় নিয়ে পড়ার জন্য।

$ 0.00
4 years ago

বাস্তবে অনেক এমন শৈবাল আছে যারা দিঘির পানিতে বেচে থাকে এবং এর উপর কুয়াশা থেকে জমা এক ফোঁটা শিশির তা সে নিজে রাখতে পারেনা। গড়িয়ে দিঘির পানিতে পড়া সে শিশিরকে নিজে দিঘিকে দিয়েছে বলে বড়ায় করে।

$ 0.00
4 years ago

হ্যাঁ, ঠিক তাই। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা সবসময় নিজের ছোট্ট উপকারের কথা বলে বেড়ায়, অথচ সে অন্যের থেকে যে এতোভাবে উপকৃত হচ্ছে সেটা কখনোই স্বীকার করেনা।

$ 0.00
4 years ago

এদেরকে পাত্তা না দেওয়ায় উচিত।

$ 0.00
4 years ago

জি সেটাই। এসব মানুষকে এমনিতেও কেউ পছন্দ করেনা।

$ 0.00
4 years ago

হুম।

$ 0.00
4 years ago

হুম।

$ 0.00
4 years ago