মেরুদণ্ড ছাড়া যেমন কোনো প্রাণী উঠে দাঁড়াতে পারেনা, তেমনি শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে আরোহণ করতে পারেনা।
শিক্ষাই জাতির প্রধান চালিকাশক্তি৷ শিক্ষাহীন মানুষ পশুর সমান। নিরক্ষর মানুষেরা সমাজের জন্য বোঝা নয়, দেশের অগ্রগতির পথেও বাধাস্বরূপ।
শিক্ষা মানব জিবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অতি মুল্যবান সম্পদ। শিক্ষা ছাড়া, জ্ঞানার্জন ছাড়া কোনো মানুষ বা কোনো জাতিই কখনো কোনোরকম উন্নতি করতে পারেনা। শিক্ষা ছাড়া কখনোই জীবনে সফলতা অর্জন করা সম্ভব নয়।
মেরুদন্ড ছাড়া যেমন কোনো মানুষ উঠে দাড়াতে পারেনা, মেরুদন্ড ছাড়া যেমন প্রতিটি মানুষেই অচল ঠিক তেমনিভাবে শিক্ষা ছাড়া কোনো মানুষ, কোনো জাতি মাথা উঁচু করে দাড়াতে পারেনা। এই পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাচতে হলে একান্ত প্রয়োজন হচ্ছে শিক্ষা।
প্রতিটি দেশের উন্নতির জন্য, উন্নয়নের চাকা সচল রাখার জন্য প্রয়োজন শিক্ষিত জাতি, শিক্ষিত মানুষ। কারণ নিরক্ষর ও মূর্খ মানুষ বা জাতি কখনোই দেশের উন্নতি করতে পারেনা, উন্নয়নের চাকা সচল রাখতে পারেনা। যেকোনো দেশ বা রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রয়োজন দক্ষ ও শিক্ষিত জাতি।
পৃথিবীর বুকে যে জাতি যতো বেশি শিক্ষিত সে জাতি ততো বেশি উন্নত। আমরা যদি পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে একটু নজর দেই তাহলেই আমরা বুঝতে পারি যে তাদের এই উন্নতির এবং উন্নয়নের মূলে রয়েছে শিক্ষিত এবং দক্ষ জাতি। শিক্ষিত জাতির ফলেই আজ তারা এতোটা উন্নতি করতে পেরেছে এবং উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছে।
তাই যদি আমরাও পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলোর মতো উন্নত দেশ হিসেবে নিজের দেশকে প্রতিষ্ঠিত করতে চাই, দেশের উন্নয়নের চাকা সচল রাখতে চাই তাহলে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে, দক্ষ হতে হবে। তাহলেই আমরা উন্নতি করতে পারবো, সফলতা অর্জন করতে পারবো।
এটা সত্যি যে শিক্ষা ছাড়া মানুষ অচল। শিক্ষা মানুষকে প্রকৃত মানুষে পরিনত করতে পারে। তবে আমাদের স্বশিক্ষায় শিক্ষিত হওয়া উচিত।