পুষ্প আপনার জন্য ফোটে না।

30 43
Avatar for EYERISH687
3 years ago

ভোগে নয়, ত্যাগেই মানুষের প্রকৃত সুখ ও মুক্তি৷ অন্যের জন্য নিজের জীবন উৎসর্গ করার মাধ্যমেই রয়েছে মানবজীবনের সার্থকতা৷

মানুষকে তার অর্জিত গুণাবলি আত্মস্বার্থে ব্যয় করলে চলেনা, পরের জন্যও মানুষকে ভাবতে হয়। ফুল যখন গাছের ডালে ফোটে, তখন তার সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। মানুষ তার সৌন্দর্যের প্রশংসা করে, ঘ্রাণ নিয়ে মুগ্ধ হয়। মেয়েরা খোপায় গোজে ফুল। এমনি করে নানাভাবে ফুল নিজের পুরোটা উৎসর্গ করে দেয় অন্যের জন্য৷ নিজের সারাটি জীবন ফুল অন্যের সুখের জন্য উৎসর্গ করে দেয়।

মানুষেরও উচিত ফুলের থেকে শিক্ষা অর্জন করা। ফুলের এই আত্মত্যাগের শিক্ষা আমাদের সকলেরই গ্রহণ করা উচিত। কারণ ভোগে নয়, বরং ত্যাগেই প্রকৃত সুখ নিহিত। এটাই বাস্তবতা, এটাই চিরন্তন সত্য।

আমাদের পৃথিবীতেও এমন অনেক মানুষ ছিলেন যারা অন্যের সুখের জন্য নিজের সারাটা জিবন উৎসর্গ করে গেছেন। মানুষেরর বিপদে-আপদে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছিলেন, আর তাই তারা আজও এই দুনিয়ার বুকে স্মরণীয় হয়ে আছেন এবং সারাজীবন এভাবেই স্মরণীয় হয়ে থাকবেন।

এখনো আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা মানুষের উপকারে নিজেকে বিলিয়ে দেন, বিপদে-আপদে পাশে দাড়ান। এসব মানুষকে সবাই সম্মান করে, ভালোবাসে৷

তাই আমাদের প্রত্যেকেরই উচিত অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়া। বিপদে-আপদে মানুষের পাশে গিয়ে দাড়ানো।

Sponsors of EYERISH687
empty
empty
empty

9
$ 0.13
$ 0.13 from @TheRandomRewarder
Sponsors of EYERISH687
empty
empty
empty
Avatar for EYERISH687
3 years ago

Comments

নিজ স্বার্থে বিভোর না থেকে অন্যের উপকারে কাজ করে গেলে তবেই জীবনের সার্থকতা। সবসময় ফুলের মতো অন্যের উপকারে কাজ করতে হবে।

$ 0.00
3 years ago

হুম, সেটাই। শুধুমাত্র নিজেকে নিয়ে বিভোর থাকলে চলবে না। অন্যের কথাও চিন্তা করতে হবে। অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়ার মধ্যেই প্রকৃত সুখ রয়েছে।

$ 0.00
3 years ago

খুব ভালো লিখেছেন। আসলেই ভোগে কখনো সুখ পাওয়া যায় না। ত্যাগেই প্রকৃত সুখ পাওয়া যায়। খুব ভালো লাগলো এত সুন্দর একটি আর্টিকেল লেখার জন্য।

$ 0.00
3 years ago

ধন্যবাদ আপু তোমার মূল্যবান মতামত জানানোর জন্য। এটা চিরন্তন সত্য কথা যে ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ। তাই আমাদের সকলের সেভাবেই চলা উচিত।

$ 0.00
3 years ago

হ্যা। ত্যাগ মানুষের চরিত্রকে নির্মূল করে। ভোগে কোনো সুখ নেই। ভোগে কষ্ট বাড়ে। তাই ত্যাগের মাধ্যমেই আমাদের জীবন গঠিত করা উচিত।

$ 0.00
3 years ago

হুম ঠিক। এই পৃথিবীতে যারা আজও মানুষের মনের মাঝে অমর হয়ে আছেন এবং ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছেন তারা সকলেই অপরের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন।

$ 0.00
3 years ago

হ্যা। ঠিক বলেছেন। আমাদের উচিত এদের অনুসরন করে নিজের জীবন গড়ে তোলা।

$ 0.00
3 years ago

A nice aritcle published sister. i hope you will better aritle next time.good blessed you.

$ 0.00
3 years ago

Thank you very much bro for your best wishes and for the compliment. I'm trying my best to write articles properly.

$ 0.00
3 years ago

মানুষ মানুষের জন্য।অন্যের তরে কাজ করায় জীবন। মানুষের পাশে দাড়ানোই মনুষ্যত্ব এর ১ম শর্ত । আপনার প্রতিবেশীদের বিপদে দাড়ানোই সামাজিকতা। এগুলা নিয়ে মানুষের জীবন।

$ 0.00
3 years ago

হুম একদম ঠিক বলেছেন ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর কমেন্ট করার জন্য৷ তবে আপনি একেবারে ঠিক বলেছেন, অন্যের তরে কাজ করাই হচ্ছে জীবন।

$ 0.00
3 years ago

স্বাগতম।

$ 0.00
3 years ago

😀😀😀😀

$ 0.00
3 years ago

অপরকে সাহায্য করার মধ্যেও আত্যতৃপ্তি কাজ করে অনেক।

$ 0.00
3 years ago

হ্যাঁ, সেটাই আপু। কিন্তু আমাদের সমাজের কিছু কিছু মানুষ এ বিষয়টা বুঝেও বুঝেনা। অপরকে সাহায্য-সহযোগীতা করার মধ্যেও অনেক তৃপ্তি রয়েছে।

$ 0.00
3 years ago

সবকিছুই সমাজের নীতি।

$ 0.00
3 years ago

Akhon jai poristhiti tate amadar aka oporka sahajjo chara nijara kokhono suk khuje pabo na. Apnara artical ta onak valo lagacha appi tnq

$ 0.00
3 years ago

Dhonnobad apu. Amader attotegi howar shikkha grohon kora uchit. Ar ful theke amra ei shikkha grohon korte pari.

$ 0.00
3 years ago

ji appi apni thiki bolachan amnki amra gach pakhi nodi nala alash thakaw onak kichu sikha nite pari sikhar kono sas nai appi

$ 0.00
3 years ago

Hum thik tai. Shikkha grohon korar kono specific boyosh nai. Sobar kache thekei shikkha grohon kora jay.

$ 0.00
3 years ago

Ji appi sikha morar ag porjonto grohon kora jai sikhar kono boyos nai😊

$ 0.00
3 years ago

hum ar ejonnoi kothay bole je dolna theke shuru kore mrittu porjonto shikkha grohon korar somoy.

$ 0.00
3 years ago

আপনি ঠিকই বলেছেন আপু ট্যাগ সবথেকে বড় জিনিস। একটা মানব জীবনে যে যত ত্যাগ করতে পারবে সেই তত প্রকৃত সুখী হতে পারবে। তাই আমাদের ত্যাগী হওয়া উচিত। তাহলে আমরা সঠিকভাবে জীবন ধারণ করতে পারব।

$ 0.00
3 years ago

হুম। আমাদের সকলেরই ত্যাগের মানসিকতা থাকা দরকার। কারণ এতেই রয়েছে প্রকৃত সুখ।

$ 0.00
3 years ago

হ্যাঁ এটা একদম ঠিক বলেছেন। আমি আপনার সাথে একমত সত্যিই অনেক সুন্দর এবং শিক্ষামূলক।

$ 0.00
3 years ago

Hum ami jani seta.

$ 0.00
3 years ago