ভোগে নয়, ত্যাগেই মানুষের প্রকৃত সুখ ও মুক্তি৷ অন্যের জন্য নিজের জীবন উৎসর্গ করার মাধ্যমেই রয়েছে মানবজীবনের সার্থকতা৷
মানুষকে তার অর্জিত গুণাবলি আত্মস্বার্থে ব্যয় করলে চলেনা, পরের জন্যও মানুষকে ভাবতে হয়। ফুল যখন গাছের ডালে ফোটে, তখন তার সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। মানুষ তার সৌন্দর্যের প্রশংসা করে, ঘ্রাণ নিয়ে মুগ্ধ হয়। মেয়েরা খোপায় গোজে ফুল। এমনি করে নানাভাবে ফুল নিজের পুরোটা উৎসর্গ করে দেয় অন্যের জন্য৷ নিজের সারাটি জীবন ফুল অন্যের সুখের জন্য উৎসর্গ করে দেয়।
মানুষেরও উচিত ফুলের থেকে শিক্ষা অর্জন করা। ফুলের এই আত্মত্যাগের শিক্ষা আমাদের সকলেরই গ্রহণ করা উচিত। কারণ ভোগে নয়, বরং ত্যাগেই প্রকৃত সুখ নিহিত। এটাই বাস্তবতা, এটাই চিরন্তন সত্য।
আমাদের পৃথিবীতেও এমন অনেক মানুষ ছিলেন যারা অন্যের সুখের জন্য নিজের সারাটা জিবন উৎসর্গ করে গেছেন। মানুষেরর বিপদে-আপদে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছিলেন, আর তাই তারা আজও এই দুনিয়ার বুকে স্মরণীয় হয়ে আছেন এবং সারাজীবন এভাবেই স্মরণীয় হয়ে থাকবেন।
এখনো আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা মানুষের উপকারে নিজেকে বিলিয়ে দেন, বিপদে-আপদে পাশে দাড়ান। এসব মানুষকে সবাই সম্মান করে, ভালোবাসে৷
তাই আমাদের প্রত্যেকেরই উচিত অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়া। বিপদে-আপদে মানুষের পাশে গিয়ে দাড়ানো।
নিজ স্বার্থে বিভোর না থেকে অন্যের উপকারে কাজ করে গেলে তবেই জীবনের সার্থকতা। সবসময় ফুলের মতো অন্যের উপকারে কাজ করতে হবে।