কাঁচা পেঁপের হালুয়া

18 28
Avatar for EYERISH687
4 years ago

উপকরণসমূহ :

  • কাঁচা পেঁপে - ২ টি।

  • দুধ - হাফ লিটার।

  • কন্ডেন্সমিল্ক - ১ কাপ৷

  • গরম মসলা - ২/৩ টি।

  • দারুচিনি - ২/৩ টি।

  • তেজপাতা - ২ টি।

  • ঘি - পরিমাণমতো।

  • কাজু বাদাম কুচি - আধা কাপ।

  • পেস্তা বাদাম কুচি - আধা কাপ।

  • আমান্ড কুচি - আধা কাপ।

  • কিশমিশ - আধা কাপ।

  • চিনি - ১ কাপ।

প্রস্তুতপ্রণালী :

প্রথমে পেঁপেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে করে কোনোরকম ময়লা না থাকে। ধুয়া হয়ে গেলে পেঁপেগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে এবং ছোট ছোট পিছ করে কেটে নিতে হবে।

এবার গ্যাসে একটা প্যান বসাতে হবে। প্যানে পরিমানমতো পানি দিয়ে তাতে কিছুক্ষন পর পেঁপের টুকরোগুলো দিয়ে ভাপিয়ে নিতে হবে। কিছুক্ষন এভাবে ভাপিয়ে নেওয়ার পর চুলা অফ করে নামিয়ে নিতে হবে।

এখন ভাপিয়ে নেওয়া পেঁপের টুকরোগুলো ঠান্ডা পানি ঢেলে ধুয়ে নিয়ে একটা বাটিতে রেখে দিতে হবে। তারপর কিছুটা ঠান্ডা হলে সেগুলোকে ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে।

এরপর গ্যাসে অন্য একটা প্যান বসাতে হবে। প্যানে পরিমানমতো ঘি দিতে হবে। ঘি কিছুটা গরম হলে তাতে তেজপাতা, গরম মসলা, দারুচিনি, এলাচ দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষন এভাবে নাড়াচাড়া করার পর তাতে ব্লেন্ড করে রাখা পেঁপেগুলো দিয়ে দিতে হবে।

দেওয়ার পর কিছুক্ষন নেড়েচেড়ে ভেজে নিতে হবে৷ বেশ কিছুক্ষন নাড়াচাড়া করে এভাবে অল্প আচে ভেজে নেওয়ার পর তাতে দুধ, কন্ডেন্সমিল্ক, চিনি দিয়ে আবার নাড়তে হবে এবং অনবরত নাড়তে হবে।

যখন দুধ অনেকটা শুকিয়ে আসবে তখন এতে কাজু বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, আমান্ড কুচি, কিশমিশ ও ঘি দিয়ে আবার বেশ কিছুক্ষন নাড়াচাড়া করতে হবে। যখন হালুয়া হয়ে যাবে তখন চুলা অফ করে দিতে হবে এবং একটা বাটিতে তুলে রাখতে হবে।

এবার একটা সুন্দর সার্ভিং ডিশে ঢেলে নিতে হবে। তারপর হালুয়াটাকে প্লেইন করে মেলে দিয়ে উপরে কাজু বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, আমান্ড কুচি, কিশমিশ দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। তারপর ঠান্ডা হলে ফ্রিজ থেকে বের করে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার ও সুস্বাদু কাঁচা পেঁপের হালুয়া।

Sponsors of EYERISH687
empty
empty
empty

8
$ 0.06
$ 0.06 from @TheRandomRewarder
Sponsors of EYERISH687
empty
empty
empty
Avatar for EYERISH687
4 years ago

Comments

Nice color..first time hearing..looking Yumm!!Bring more😊

$ 0.00
4 years ago

Thank you so much once again dear.

$ 0.00
4 years ago

কাঁচা পেঁপে দিয়ে মাছের তরকারি অনেক ভালো লাগে। তবে কাঁচা পেঁপের হালুয়া এটিও খুবই মজাদার খাবার।

$ 0.00
4 years ago

হুম ঠিক বলেছেন ভাইয়া। কাঁচা পেঁপের হালুয়া অনেক মজাদার এবং খুব সুস্বাদু একটা খাবার। আর আমাদের দেশে এ হালুয়াটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

$ 0.00
4 years ago

I can't understand but the pic looks delicious, does it have a sweet taste?

$ 0.00
4 years ago

Yes my dear, you are absolutely right. It's taste is sweet. It is made with Papaya, sugar, milk, condensmilk and some other ingredients. I hope you like it.

$ 0.00
4 years ago

Oh it's healthy also

$ 0.00
4 years ago

Yes dear. It is a very tasty and delicious food. And it is so healthy too which is good for us.

$ 0.00
4 years ago

আমার হালুয়া খুব পছন্দের। তবে কাচা পেপে পছন্দ না। আমি পাকা পেপে পছন্দ করি। যদি পাকা পেপের কোনো রেসেপি থাকে তবে আমাকে জানাবেন।

$ 0.00
4 years ago

অবশ্যই জানাবো আপু। তবে কাচা পেপের হালুয়া ভীষণ মজাদার আর অনেক বেশি সুস্বাদু। আমার ভীষণ ভালো লাগে কাচা পেপের হালুয়া।

$ 0.00
4 years ago

আমি আগে জানতাম না যে কাঁচা পেঁপের হালুয়া হয় কখনো তারপরও ছবি দেখে খুব ভালো লাগলো মনে হচ্ছে খুব সুস্বাদু হবে।

$ 0.00
4 years ago

হুম, কাচা পেপের হালুয়া অনেক সুস্বাদু আর অনেক বেশি পুষ্টিকর একটা খাবার৷ আশা করি বাসায় এই খাবারটি একবার হলেও ট্রাই করবেন।

$ 0.00
4 years ago

নতুন এক রেসিপি এই রেসিপি আমার জন্য নতুন। আজ নতুন শুনলাম এই রেসিপি।তবে রেসিপি টি বানাতে হবে

$ 0.00
4 years ago

আপনার কাছে হয়তো এটা নতুন একটা রেসিপি ভাইয়া, কিন্তু কাচা পেপের হালুয়া আমাদের দেশে বেশ জনপ্রিয় একটা খাবার।

$ 0.00
4 years ago