ফ্রুটস কাস্টার্ড

21 33
Avatar for EYERISH687
4 years ago

উপকরণসমূহ :

  • দুধ - ২ লিটার।

  • কন্ডেন্সমিল্ক - দেড় কাপ।

  • চিনি - ২ কাপ৷

  • কাস্টার্ড পাউডার - ২ টেবিল চামচ।

  • আইসক্রিম - আধা কাপ।

  • আপেল কুচি - আধা কাপ।

  • আনার - আধা কাপ।

  • আংগুর কুচি - আধা কাপ৷

  • চেরি কুচি - আধা কাপ।

  • কলা কুচি - ১ টেবিল চামচ।

  • আম কুচি - ২ টেবিল চামচ।

  • আমান্ড কুচি - ১ টেবিল চামচ।

  • কাজু বাদাম কুচি - ২ টেবিল চামচ।

  • পেস্তা বাদাম কুচি - ২ টেবিল চামচ।

প্রস্তুতপ্রণালী :

প্রথমে একটা বাটিতে আম, কলা, আংগুর, আনার, আপেল, চেরি এইসব ফলগুলো রেখে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে করে কোনোরকম কোনো ময়লা না থাকে।

ধুয়া হয়ে গেলে ফলগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিতে হবে।

এবার গ্যাসে একটা প্যান বসাতে হবে। তারপর প্যানে পরিমানমতো দুধ দিয়ে দিতে হবে। দুধ দিয়ে আস্তে আস্তে অল্প আচে দুধ জাল করতে হবে। বেশ কিছুক্ষন নাড়াচাড়া করে জাল করে নিতে হবে।

একটা বিষয় মাথায় রাখতে হবে যে, চুলার আচ খুব বেশিও দেওয়া যাবেনা আবার খুব কম ও দেওয়া যাবেনা। কারণ চুলার আচ বেশি দিলে দুধ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মিডিয়াম আচে দুধ জাল করতে হবে।

এবার তাতে চিনি আর কন্ডেন্সমিল্ক দিতে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার জাল করতে হবে মিডিয়াম আচে।

বেশ কিছুক্ষন এভাবে নাড়াচাড়া করে জাল করার পর তাতে কাস্টার্ড পাউডার মিশিয়ে দিতে হবে আস্তে আস্তে। তবে কাস্টার্ড পাউডার দেওয়ার সময় অনবরত নাড়তে হবে, তানাহলে দুধ এর মধ্যে দলা বেধে যাবে৷

এবার আস্তে আস্তে আবার অনেক্ষণ নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। বেশ কিছুক্ষন এভাবে নাড়াচাড়া করে জাল করার পর দেখা যাবে যে ঘন হয়ে এসেছে।

যখন ঘন হয়ে যাবে তখন চুলা অফ করে নামিয়ে নিতে হবে।

এরপর একটা সুন্দর সার্ভিং ডিশে ঢেলে উপরে আইসক্রিম, আম কুচি, আনার, কলা কুচি, আংগুর কুচি, চেরি কুচি, আপেল কুচি, কাজু বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, আমান্ড কুচি দিয়ে মিশিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিতে হবে প্রায় ২-৩ ঘন্টা।

তারপর ফ্রিজ থেকে বের করে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা ফ্রুটস কাস্টার্ড।

Sponsors of EYERISH687
empty
empty
empty

9
$ 0.04
$ 0.04 from @TheRandomRewarder
Sponsors of EYERISH687
empty
empty
empty
Avatar for EYERISH687
4 years ago

Comments

I love this kind of food very much.

$ 0.00
4 years ago

অনেক ধন্যবাদ এমন একটি রেসেপি আমাদের সাথে শেয়ার করার জন্য। কাস্টার্ড আমার খুব পছন্দের। আমি এটা অনেক খেয়েছি এবং এখনও খাই। অনেক সুস্বাদু খাবার এটি।

$ 0.00
4 years ago

হুম আমারও অনেক প্রিয় একটি খাবার হচ্ছে ফ্রুটস কাস্টার্ড৷ কাস্টার্ড সকলেরই খুব পছন্দের একটা খাবার। বিশেষ করে ছোট বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার হচ্ছে ফ্রুটস কাস্টার্ড।

$ 0.00
4 years ago

হ্যা। যদিও বা আমি ছোট বাচ্চা না তারপরও এটা আমার খুব ভালো লাগে। আসলেই এটা খুব মজাদার খাবার। আর খুব স্বাস্থ্যকরও বটে।

$ 0.00
4 years ago

হুম তাতো অবশ্যই, কারণ ফ্রুটস কাস্টার্ড এ যে উপকরণগুলো দেওয়া হয় সেসব উপকরণই আমাদের জন্য অনেক স্বাস্থ্যকর।

$ 0.00
4 years ago

এটা আসলে অনেক একটি মজার খাবার। আপনার রেসিপি গুলো আমার খুবই ভালো লাগে আপু।ধন্যবাদ আপু এই ধরনের আর্টিকেল শেয়ার করার জন্য এটা আসলে অনেক শিক্ষামূলক এবং এটি দেখে অনেকেই এই খাবারটি তৈরি করবে।

$ 0.00
4 years ago

হুম ঠিক তাই। ফ্রুটস কাস্টার্ড অনেক জনপ্রিয় একটা খাবার। আর এই ফ্রুটস কাস্টার্ড বানানো অনেক বেশি সহজ৷ বাসায় খুব সহজেই এই খাবারটি বানিয়ে নেওয়া যায়।

$ 0.00
4 years ago

হ্যাঁ আপু ঠিকই বলেছেন এই খাবারটি খুবই জনপ্রিয়। আমি কখনো খাইনি কিন্তু খাবারের রেসিপি অনেক সহজ আশা করি আমি একদিন বানিয়ে খাবো আমার বাড়িতে।

$ 0.00
4 years ago

ধন্যবাদ ভাইয়া।

$ 0.00
4 years ago

খেয়েছি।খুব ভালো লাগে খেতে।ধন্যবাদ আপু রেসিপিটা জানানোর জন্য।

$ 0.00
4 years ago

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু আমার দেওয়া ফ্রুটস কাস্টার্ড এর রেসিপিটি এতোটা পছন্দ করার জন্য এবং সময় নিয়ে পড়ার জন্য।

$ 0.00
4 years ago

My favourite dish. Nice sharing... 🥰

$ 0.00
4 years ago

Thank you very much dear. Custard is also my favourite dish. It is so delicious in taste and it is really very easy to make fruits custard at home.

$ 0.00
4 years ago

Nice recipe. Thank you for sharing this recipe.

$ 0.00
4 years ago

You're most welcome and also thanks to you for the compliment. Keep supporting me my dear. Hope you like it.

$ 0.00
4 years ago

সহজ সিম্পল রেসিপির মধ্যে অনেক কিছুই খেয়েছি। কিন্তু এই ফ্রুট কাস্টার্ড খাওয়া হয়নি এ পর্যন্ত। খুব শীঘ্রই ট্রাই করতে হবে। ধন্যবাদ তোমার এই রেসিপির জন্য

$ 0.00
4 years ago

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আমার লেখা ফ্রুটস কাস্টার্ড এর রেসিপিটি মনযোগ দিয়ে পড়ার জন্য এবং এই রেসিপিটি পছন্দ করার জন্য৷ আশা করি বাসায় অবশ্যই ফ্রুটস কাস্টার্ড বানাবেন।

$ 0.00
4 years ago

Khi nai khono avabe kore but icha ase khawar and khub sikroi khawar. Recipe was wow

$ 0.00
4 years ago

Thank you so much. Basay custard er receipe ti dekhe try koren. Obosshoi apnar ar apnar poribarer sokoler valo lagbe.

$ 0.00
4 years ago