ফিশ পাকোড়া

21 25
Avatar for EYERISH687
4 years ago

উপকরণসমূহ :

  • রুই মাছ - ৮/৯ পিছ৷

  • পেয়াজ বাটা - ২ চা চামচ।

  • রসুন বাটা - দেড় চা চামচ।

  • আদা বাটা - দেড় চা চামচ।

  • হলুদ গুড়া - ২ চা চামচ।

  • লাল মরিচ গুড়া - আড়াই চা চামচ।

  • গরম মসলা গুড়া - আধা চা চামচ।

  • স্বাদে ম্যাজিক - ১ প্যাকেট।

  • বেসন - দেড় কাপ।

  • ডিম - ১ টি।

  • টেস্টিং সল্ট - ২ চা চামচ।

  • লেবুর রস - ১ চা চামচ।

  • টমেটো সস - ২ টেবিল চামচ।

  • সয়া সস - ১ চা চামচ।

  • চিনি - স্বাদমতো।

  • লবণ - পরিমাণমতো।

  • সয়াবিন তেল - পরিমাণমতো।

প্রস্তুতপ্রণালী :

প্রথমে রুই মাছের টুকরোগুলোকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে করে কোনোরকম কোনো ময়লা না থাকে। ধুয়ে নেওয়া হয়ে গেলে পানি ঝরিয়ে নিতে হবে এবং একটা বাটিতে রেখে দিতে হবে।

এখন অন্য একটা বাটি নিতে হবে৷ বাটিতে রুই মাছের টুকরোগুলো দিয়ে তাতে আদা বাটা, পেয়াজ বাটা, রসুন বাটা, হলুদ গুড়া, লাল মরিচ গুড়া, গরম মসলা গুড়া, স্বাদে ম্যাজিক, টেস্টিং সল্ট, টমেটো সস, সয়া সস, চিনি, লেবুর রস, সামান্য লবণ, ডিম সমস্ত উপকরণ একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পর মাছের টুকরোগুলোকে মেরিনেট করে রাখতে হবে ফ্রিজে প্রায় ২-৩ ঘন্টা। মেরিনেট করার ফলে মাছের টুকরোগুলোর ভেতরে মসলাগুলো খুব সুন্দরভাবে ঢুকতে পারে। মেরিনেট করা হয়ে গেলে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে।

অন্য একটা বাটি নিতে হবে৷ বাটিতে বেসন নিয়ে তাতে হলুদ গুড়া, লাল মরিচ গুড়া, লবণ, স্বাদে ম্যাজিক, টেস্টিং সল্ট, টমেটো সস এবং পরিমাণমতো পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে।

এখন গ্যাসে একটা প্যান বসাতে হবে। প্যানে পরিমানমতো তেল (ডুবোতেল) দিতে হবে। তেল কিছুটা গরম হলে মেরিনেট করে রাখা রুই মাছের টুকরো একটি করে বেসনের ব্যাটারে চুবিয়ে তারপর তেলে ছাড়তে হবে। একইভাবে সবগুলো মাছের টুকরোগুলো বেসনের ব্যাটারে চুবিয়ে তেলে ছাড়তে হবে এবং মিডিয়াম আচে আস্তে আস্তে ভেজে নিতে হবে।

পুরোপুরি ভাজা হয়ে গেলে চুলা অফ করে দিতে হবে আর নামিয়ে নিতে হবে। এরপর একটা সুন্দর সার্ভিং ডিশে ঢেলে টমেটো সস দিয়ে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন গরম গরম মজাদার ও সুস্বাদু ফিশ পাকোড়া।

Sponsors of EYERISH687
empty
empty
empty

9
$ 0.19
$ 0.19 from @TheRandomRewarder
Sponsors of EYERISH687
empty
empty
empty
Avatar for EYERISH687
4 years ago

Comments

পাকোরা আমার এমনিতে খুবই প্রিয় একটা খাবার। তবে মাছের পকোড়া কেমন আমি ঠিক বলতে পারব না কারণ এটা আমার কখন ও খাওয়া হয়নি।

$ 0.00
4 years ago

ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর একটা কমেন্ট করার জন্য। পাকোড়া মোটামুটি সকলেই পছন্দ করে। আর ফিশ পাকোড়া খেত্র ভীষণ মজাদার এবং সুস্বাদু। আপনি বাসায় এটি ট্রাই করবেন আশা করি।

$ 0.00
4 years ago

আমি বাসায় তৈরি না করলেও আশা করি আপনি আমাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন......

$ 0.00
4 years ago

হা হা হা হা,,,,, জি অবশ্যই ভাইয়া। কেনো নয় ??? কবে আসবেন বলেন। স্বাগতম আপনাকে আমার বাসায়।

$ 0.00
4 years ago

আপনার বাসা কোন অঞ্চলে

$ 0.00
4 years ago

ঘুম থেকে উঠে এত সুন্দর একটা জিনিস দেখতে হবে বুঝতে পারিনি দেখে তো মনটা ভরে গেল আর খেতেও ইচ্ছে করছে

$ 0.00
4 years ago

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে কমেন্ট করে পাশে থাকার জন্য। আশা করি ফিশ পাকোড়ার রেসিপিটি আপনার ভালো লেগেছে।

$ 0.00
4 years ago

হ্যাঁ আপু খুব ভালো লাগে আমার কিন্তু যে কি করব এখন তো খেতে তো পারছি না ঘুম থেকে উঠে এটা দেখছি

$ 0.00
4 years ago

খুব ভালো। বাসায় ট্রাই করবেন এই রেসিপিটি। আর আমাদের জানাবেন কেমন লাগলো খেতে খাবারটি৷

$ 0.00
4 years ago

Ok

$ 0.00
4 years ago

বাঙ্গালীদের সবথেকে প্রিয় খাবার হলো মাছ। কারণ আমরা মাছ ছাড়া কোন রকম থাকতে পারিনা। এই মাছ নিয়ে অনেক ধরনের রেসিপি অনেক ধরনের খাবার তৈরি করা হয়। তারমধ্যে আপু আপনি সুন্দর একটি রেসিপি উপস্থাপন করেছেন সেটা হচ্ছে ফিশ পকোড়া। এটা খুবই একটি সুস্বাদু খাবার আমি জানি আমি হয়তো খাইনি কিন্তু এই সম্পর্কে অনেক কিছু জানি। আমার অনেক ভালো লাগলো আপু রেসিপিটা উপস্থাপন করার জন্য আমি অবশ্য একটি বাড়ি তৈরি করব।

$ 0.00
4 years ago

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো মূল্যবান মতামত প্রকাশের জন্য। ফিশ পাকোড়া খুবই জনপ্রিয় একটা খাবার আমাদের দেশে৷ আর বাংলাদেশের মানুষ মাছ অনেক পছন্দ করে৷

$ 0.00
4 years ago

good food

$ 0.00
4 years ago

Thank you so much brother. Hope you liked it ❤

$ 0.00
4 years ago

You can open a YouTube channel dear. You know really beautiful and special think to cook. It's looking so delicious 😋🥰

$ 0.00
4 years ago

Oh really ?? Ha ha ha, well said my dear 😁Anyways, thank you so much bro for encourage me ❤

$ 0.00
4 years ago

I did not understand your language but your food seems like very yummy

$ 0.00
4 years ago

Aw, thank you so much my dear friend 🥰

$ 0.00
4 years ago

Machar pakora satha tomato catni darun combination khub mojar akta recipe maybe

$ 0.00
4 years ago

Hum thik bolechen appi. Fish pakoda vishon mojadar ekta khabar. Amar onek beshi pochonder ekta khabar fish pakoda. Asha kori apnar o valo legeche ❤

$ 0.00
4 years ago

Fish pakora sotti akta darun mojadar khabar. Donnobad recipeta amader maje share korar jonno.

$ 0.00
4 years ago