ডিমের চপ

25 34
Avatar for EYERISH687
4 years ago

উপকরণসমূহ :

  • ডিম - ৪/৫ টি।

  • আলু - ৬/৭ টি।

  • কাচা মরিচ কুচি - ১ টেবিল চামচ।

  • সরিষার তেল - পরিমানমতো।

  • স্বাদে ম্যাজিক - ১ প্যাকেট।

  • টেস্টিং সল্ট - ৩ চা চামচ।

  • ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুড়া - ৩ কাপ৷

  • শুকনা মরিচ - ৩-৪ টা।

  • হলুদ গুড়া - ২ চা চামচ।

  • লাল মরিচ গুড়া - ৩ চা চামচ।

  • চিনি - স্বাদমতো।

  • টমেটো সস - ১ কাপ।

  • ধনে পাতা কুচি - ১ টেবিল চামচ।

প্রস্তুতপ্রণালী :

প্রথমে গ্যাসে একটা প্যান বসাতে হবে। তাতে পরিমানমতো পানি দিয়ে ডিমগুলো দিয়ে দিতে হবে। এবং ধীরে ধীরে অল্প আচে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার সময় পানিতে সামান্য সয়াবিন তেল দিতে হবে যাতে করে সেদ্ধ করার পর ডিমগুলো থেকে খোসা খুব সহজে আর খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যায়।

সেদ্ধ করা হয়ে গেলে চুলা অফ করে নামিয়ে নিতে হবে আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়া হয়ে গেলে ডিমের খোসা ছাড়িয়ে নিতে হবে।

এবার আলুগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে৷

এবার গ্যাসে একটা প্যান বসাতে হবে। প্যানে পরিমানমতো পানি দিতে হবে। তারপর আলুগুলো দিয়ে আস্তে আস্তে সেদ্ধ করে নিতে হবে। খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করা হয়ে গেলে চুলা অফ করে নামিয়ে নিতে হবে।

এবার ঠান্ডা পানি দিয়ে আলুগুলো ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে নিতে হবে ভালো করে। খোসা ছাড়ানো হয়ে গেলে আলুগুলো চটকে নিতে হবে ভালো করে।

এখন একটা বড় বাটিতে চটকে রাখা আলু, পেয়াজ কুচি, কাচা মরিচ কুচি, শুকনা মরিচ কুচি, হলুদ গুড়া, লাল মরিচ গুড়া, ধনে পাতা কুচি, গরম মসলা গুড়া, স্বাদে ম্যাজিক, টেস্টিং সল্ট, লবণ, সামান্য চিনি, টমেটো সস সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

এবার একটা বাটিতে ২ টা ডিম ভেঙ্গে নিতে হবে। অন্য আরেকটা বাটিতে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুড়া রাখতে হবে।

এরপর একটা করে সেদ্ধ ডিম নিয়ে তার চারপাশে চটকে রাখা আলুর মিশ্রণ দিয়ে পুরোপুরি মুড়ে নিতে হবে। মুড়া হয়ে গেলে সেগুলো ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুড়ায় গড়িয়ে নিতে হবে আর বাটিতে রেখে দিতে হবে।

এবার গ্যাসে অন্য একটা প্যানে পরিমানমতো তেল (ডুবোতে) দিতে হবে। তেল কিছুটা গরম হলে তাতে ডিমের চপগুলো দিয়ে দিতে হবে আর মিডিয়াম আচে আস্তে আস্তে ভেজে নিতে হবে। বাদামি রং হয়ে এলে নামিয়ে নিতে হবে।। এবার একটা সুন্দর সার্ভিং ডিশে ঢেলে টমেটো সস দিয়ে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন গরম গরম মজাদার ও সুস্বাদু ডিমের চপ।

Sponsors of EYERISH687
empty
empty
empty

4
$ 0.03
$ 0.03 from @TheRandomRewarder
Sponsors of EYERISH687
empty
empty
empty
Avatar for EYERISH687
4 years ago

Comments

দোকানেই খাওয়া হয় শুধু! কিন্তু এখন বাসায় ও বানাবো। খুব সুন্দর রেসিপি!

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপু তোমাকে। আগে আমিও বাহিরে থেকেই খেয়ে আসতাম। কিন্তু এখন বাসায় নিজেই বানিয়ে নেই যখন খেতে ইচ্ছে করে।

$ 0.00
4 years ago

চপ মানেই খুব সুস্বাদু খাবার। আমি সবসময় বাইরের চপ খাই কিন্তু এবার বাসায় চপ বানিয়ে খাবো। যদিও আলুর চপ বানাতে পারি কিন্তু ডিম চপ বানাতে পারি না। এবার চেষ্টা করবো বানাতে।

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপু আপনাকে। আলুর চপ যেমন মজাদার ও সুস্বাদু ঠিক তেমনিভাবে ডিমের চপ ও ভীষণ মজাদার।

$ 0.00
4 years ago

হ্যা।😁

$ 0.00
4 years ago

হুম। বাসায় ডিমের চপ বানিও আর আমাকে জানিও কেমন৷ লাগলো খেতে।

$ 0.00
4 years ago

অবশ্যই জানাবো।

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপনাকে আপু।

$ 0.00
4 years ago

Looks delicious and healthy

$ 0.00
4 years ago

Thank you so much my dear. It's really very tasty and so delicious also.

$ 0.00
4 years ago

চপ একটু সুস্বাদু খাবার। আর সেটি ডিমের চপ হলে তো কথায় নেই। এই খাবারটি ছোট বড় সকলেই অনেক পছন্দ করে থাকেন। আপনার দেওয়া রেসিপিটি খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এটি সহজেই বাসায় তৈরি করা যায়। বাহিরের ভেজাল খাবার খাওয়ার চেয়ে বাসায় ফ্রেশ এধরণের খাবার খাওয়া উচিত। বাহিরের ক্ষতিকর খাবার গুলো বাচ্চাদের থেকে দূরে রাখায় ভালো। ধন্যবাদ এইরকম সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করার জন্য 😊

$ 0.00
4 years ago

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সময় নিয়ে আমার দেওয়া রেসিপিটি পড়ার জন্য। বাহিরের ভেজাল খাবার না খাওয়াই ভালো।

$ 0.00
4 years ago

জি অবশ্যই, এগুলো ভালো খাবার রেখে ভেজাল খেয়েই বা কি লাভ। তাই ঘরেই বেশি বেশি ভালো ও সুস্বাদু খাবার তৈরি করায় ভালো। এতে বাহিরের ভেজাল খাওয়ার চেয়েও কম ব্যয়বহুল ও বটে 🙂

$ 0.00
4 years ago

জি সেটাই। আর তাছাড়া বর্তমানে আমাদের দেশের যে অবস্থা তাতে বাহিরের খাবার যতো কম খাওয়া যায় ততোই মঙ্গল।

$ 0.00
4 years ago

জি ঠিক বলেছেন।

$ 0.00
4 years ago

হুম আমি জানি সেটা।

$ 0.00
4 years ago

খুবই ভালো। 😊

$ 0.00
4 years ago

হুম সেটাই।

$ 0.00
4 years ago

হুম আমিও সেটাই বলি

$ 0.00
4 years ago

হুম৷

$ 0.00
4 years ago

হুম

$ 0.00
4 years ago

dimar cop pry khawa hoi khub valo lage amar apu khub pochondo kore.

$ 0.00
4 years ago

Dhonnobad apu apnake. Dim er chop asholei onek mojadar ekta receipe. Amar onek valo lage dim er chop. Eti khub tasty hoy khete.

$ 0.00
4 years ago

খুব সুন্দর একটি আর্টিকেল পড়লাম অনেক ভালো লাগলো আপনার এই ডিমের চপ রেসিপি টা দেখে। এটা অনেক সুস্বাদু একটি খাবার ছোট বড় সবাই পছন্দ করে খাবারটি। আমার যেকোনো চপ খেতে ভালো লাগে তবে সেটা যদি হয় ডিমের চপ আরো ভালো লাগে। আমার এটা অনেক পছন্দের একটি খাবার।

$ 0.00
4 years ago

হ্যাঁ, সেটাই৷ একেবারে ঠিক বলেছেন ভাইয়া। বাঙ্গালীরা খুব ভোজনরসিক হয়ে থাকে। ভাজাপোড়া তারা খুব পছন্দ করে৷ আর ডিমের চপ হলেতো কোনো কথাই নাই।

$ 0.00
4 years ago