চিংড়ি মাছের মালাইকারি

21 33
Avatar for EYERISH687
3 years ago

উপকরণসমূহ :

  • চিংড়ি মাছ - ৮০০ গ্রাম (একটু বড় সাইজের খোসা ছাড়ানো)।

  • ক্রিম - দেড় কাপ।

  • দুধ - আধা কাপ।

  • নারিকেল দুধ - আধা কাপ।

  • টকদই - ১ টেবিল চামচ।

  • হলুদ গুড়া - ২ চা চামচ।

  • লাল মরিচ গুড়া - ২ চা চামচ।

  • স্বাদে ম্যাজিক - ২ চা চামচ।

  • টেস্টিং সল্ট - ১ চা চামচ।

  • ঘি - ১ টেবিল চামচ।

  • লবণ - স্বাদ অনুযায়ী।

  • চিনি - পরিমাণমতো।

  • তেল - পরিমানমতো।

  • আদা বাটা - দেড় চা চামচ।

  • পেঁয়াজ বাটা - দেড় চা চামচ।

  • রসুন বাটা - দেড় চা চামচ।

  • পেঁয়াজ কুচি - ১ কাপ।

  • পানি - পরিমানমতো৷

  • গরম মসলা গুড়া - ১ চা চামচ।

প্রস্তুতপ্রণালী :

প্রথমে একটা বাটিতে চিংড়ি মাছগুলো নিয়ে তাতে পরিমানমতো হলুদ গুড়া, লাল মরিচ গুড়া, সামান্য স্বাদে ম্যাজিক, লবণ দিয়ে ভালো করে মেখে মেরিনেট করে রাখতে হবে প্রায় আধা ঘন্টা।

মেরিনেট করা হয়ে গেলে সেটা একটা বাটিতে রেখে দিতে হবে।

এবার গ্যাসে একটা প্যান বসাতে হবে। তাতে পরিমানমতো তেল দিতে হবে। তেল কিছুটা গরম হলে তাতে মেরিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে হাল্কা আচে ভেজে নিতে হবে৷

ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে।

এবার অন্য একটা প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে৷ পেঁয়াজ কিছুক্ষন নাড়াচাড়া করে ভাজার পর তাতে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে নাড়তে হবে।

হাল্কা নাড়াচাড়া করার পর তাতে হলুদ গুড়া, মরিচ গুড়া, গরম মসলা গুড়া, চিনি, পরিমানমতো লবন, স্বাদে ম্যাজিক, টেস্টিং সল্ট দিয়ে আবারো নাড়তে হবে।

একটু নাড়াচাড়া করার পর তাতে হাল্কা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে রান্না করতে হবে কিছুক্ষন।

এবার এতে দুধ ও নারিকেল এর দুধ দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে বেশ কিছুক্ষন৷

যখন মাখামাখা হয়ে যাবে তখন ঢাকনা খুলে তাতে ক্রিম, টকদই, টমেটো সস দিয়ে ভালো করে নাড়তে হবে প্রায় ৫-৬ মিনিট।

৫-৬ মিনিট পর রান্না হয়ে গেলে নামিয়ে নিতে হবে৷

তারপর সার্ভিং ডিশে ঢেলে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু ও মজাদার চিংড়ি মাছের মালাইকারি।

7
$ 0.03
$ 0.03 from @TheRandomRewarder
Sponsors of EYERISH687
empty
empty
empty
Avatar for EYERISH687
3 years ago

Comments

Wow there you are another dishes thank you for sharing this recipes.

$ 0.00
3 years ago

You're welcome dear sister. I just love to cook different dishes. It is a very easy receipe.

$ 0.00
3 years ago

It's my favourite dish. My mother cook it so well. But I don't cook it as well as my mother. But I really love this dish.

$ 0.00
3 years ago

It is also my favourite dish. Even, I like all the receipes made with prawn. Thank you so much for reading my article.

$ 0.00
3 years ago

You are also welcome.

$ 0.00
3 years ago

চিংড়ি মাছের মালাই কারি মজার একটি রেসিপি। আশা করি চিংড়ি মাছের মালাই কারি খুবই সুস্বাদু একটি খাবার হবে।

$ 0.00
3 years ago

জি অবশ্যই। চিংড়ি মাছের মালাইকারি অনেক মজার আর অনেক বেশি সুস্বাদু একটা খাবার। আর চিংড়ি মাছের মালাইকারি বানানোও অনেক সহজ।

$ 0.00
3 years ago

চিংড়ি মাছের মালাই কারি খুব সুস্বাদু এবং জনপ্রিয় একটি খাবার।এটা খেতে আমার খুব ভালো লাগে।

$ 0.00
3 years ago

হুম, ঠিক বলেছেন আপু। চিংড়ি মাছ ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটা খাবার। আর চিংড়ি মাছের মালাইকারি খুব জনপ্রিয় একটা খাবার আমাদের দেশে।

$ 0.00
3 years ago

চিংড়ি মাছ খুব ভালো। শাক্সব্জি দিয়ে রান্না করলে খুব মজা হয় খেতে আমি একটা রেসিপি দিব খুব তারাতারি।

$ 0.00
3 years ago

হুম, দিতে পারেন। চিংড়ি মাছের সব ধরনের রেসিপিই অনেক সুস্বাদু হয়ে থাকে। শাক-সবজি দিয়ে রান্না করলেও অনেক মজা হয়।

$ 0.00
3 years ago
$ 0.00
3 years ago

চিংড়ি মাছ বরাবরইআমার ফেবারিট ছিল। আম্মু বাসায় রান্না করলে আমি সবার আগে সেটা কাবার করি😄
তার উপর রেসিপি দেখে বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু একটা রেসিপি।

$ 0.00
3 years ago

হাহাহা....আর আমার তো চিংড়ি মাছ হলে অন্য কিছুই লাগে না। চিংড়ি মাছের ভর্তা থেকে শুরু করে তরকারি সব পদই আমার অনেক ভালো লাগে।

$ 0.00
3 years ago

আমারো একি অবস্থা বইন😄😄😄

$ 0.00
3 years ago

হাহাহা....চিমটি তাহলে 😃

$ 0.00
3 years ago

আচ্ছা আস্তেে দিয়েন

$ 0.00
3 years ago

চিংড়ি মাছ আমি খাইনা খাওয়া আমার এলার্জি।কিন্তু আমাদের বাসার ছোট প্রায় সবাই চিনে মাছ খেতে অনেক পছন্দ করে।তাই সব সময় আমাদের বাসাই চিংড়ি মাছ হয়।

$ 0.00
3 years ago

অহ আচ্ছা। যাই হোক চিংড়ি মাছের মালাইকারি গরম গরম ভাত বা পোলাও এর সাথে বেশ জমে যায়। অনেক সুস্বাদু খেতে।

$ 0.00
3 years ago